
অবশেষে বলিউড পেয়েছে এক নতুন ম্যাচো হিরো। নবাগত আহান পান্ডেকে নিয়েই এখন মজে আছেন জেন–জি দর্শক। মোহিত সুরির রোমান্টিক ছবি ‘সাইয়ারা’–এর নায়ক তিনি। আর তাঁর বিপরীতে অভিনয় করেছেন অনীত পড্ডা। গতকাল শুক্রবার মুক্তি পাওয়া এই ছবি মুক্তির আগেই উত্তেজনা তৈরি করেছিল। আর মুক্তির পর তো রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে ‘সাইয়ারা’।
হিন্দি সিনেমাপ্রেমীরা যেন দীর্ঘদিন ধরে এমন এক প্রেমের গল্পের অপেক্ষায় ছিলেন, যা হৃদয় ছুঁয়ে যাবে। ‘সাইয়ারা’ যেন সেই প্রতীক্ষারই পরিপূর্ণ উত্তর। মুক্তির পরেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিলছে ইতিবাচক প্রতিক্রিয়া। ছবির গানগুলো দর্শকের মনে দারুণ দাগ কেটেছে। নতুন মুখ আহান পান্ডে অভিষেক ছবিতেই বাজিমাত করেছেন। অনীত পড্ডা একেবারে নতুন না হলেও মূলধারার সিনেমায় এটাই তাঁর বড় সুযোগ। এর আগে তিনি কাজলের সঙ্গে ‘সালাম ভেঙ্কি’ ও ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ সিরিজে অভিনয় করেছেন।
আহান–অনীতের নতুন এই জুটিকে খোলামনেই গ্রহণ করেছেন দর্শক। ছবির প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। যখন তারা ‘সাইয়ারা’–এর ঘোষণা দিয়েছিল, তখন অনেকেই ছবিটি নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না। কিন্তু ট্রেলার আর গান মুক্তির পর থেকে ছবিটি নিয়ে তৈরি হয় প্রবল আগ্রহ। প্রযোজকেরা শুরু থেকেই নায়ক আহানকে প্রচারের বাইরে রেখেছিলেন। ফলে তাঁকে নিয়ে দর্শকের কৌতূহল ছিল আরও বেশি। বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের তুতো ভাই হলেও আহান এই অভিষেকে প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।
মুক্তির প্রথম দিনেই চমকে দিয়েছে ‘সাইয়ারা’। বক্স অফিস রিপোর্ট বলছে, ছবিটি প্রথম দিনেই আয় করেছে প্রায় ২০ কোটি রুপি। ৪৫ কোটি বাজেটের এই ছবির প্রথম দিনের আয়কে বলিউড বিশ্লেষকেরা ‘ব্যতিক্রমী’ বলছেন। এর মাধ্যমে আহান গড়েছেন এমন এক রেকর্ড, যা গত ১৫ বছরে আর কোনো নতুন অভিনেতা পারেননি।
বড় ফিল্মি পরিবারের সন্তান হয়েও যাঁরা বড় পর্দায় অভিষেক করেছেন, তাঁদের প্রায় সবাই প্রথম দিন দর্শক টানতে ব্যর্থ হয়েছেন। যেমন আমির খানের ছেলে জুনাইদ ও শ্রীদেবীর কন্যা খুশি কাপুরের ছবি ‘লাভইয়াপা’ আয় করেছিল মাত্র ১ দশমিক ১৫ কোটি রুপি। রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির ‘আজাদ’ আয় করে ১ দশমিক ৫ কোটি। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার ‘আখোঁ কী গুস্তাখিয়াঁ’ তো প্রথম দিনে আয় করেছে মাত্র ৩০ লাখ রুপি।
সেই তুলনায় আহানের ‘সাইয়ারা’ অনেক দূর এগিয়ে। এমনকি অনন্যা পান্ডের অভিষেক ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ প্রথম দিন আয় করেছিল ১২ দশমিক ৬ কোটি, আর জাহ্নবী কাপুরের ‘ধড়ক’ ৮ দশমিক ৭১ কোটি রুপি।
এই ছবির মাধ্যমে মোহিত সুরিও পেয়েছেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। তাঁর আগের সর্বোচ্চ ছিল ‘এক ভিলেন’–এর (১৭ কোটি)। ২০২৫ সালের হিসেবে ‘সাইয়ারা’ এখন পর্যন্ত ওপেনিং ডে–তে চতুর্থ সর্বোচ্চ আয়কারী ছবি। এর আগে আছে ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ আর অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’।
সব মিলিয়ে বলা যায়, মোহিত সুরি তাঁর রোমান্সের জাদুতে আবারও মোহিত করেছেন দর্শককে। আর আহান পান্ডে যেন বলিউডের নতুন ভরসা হয়ে উঠছেন। শুরুটা যেভাবে হয়েছে, তাতে ‘সাইয়ারা’ যে আরও অনেক রেকর্ড ভাঙতে চলেছে, তা বলা বাহুল্য।