শাহরুখের ছবির পরিচালকের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

`জওয়ান’–এ এই অবতারেই হাজির হবেন শাহরুখ
ছবি: টুইটার

একের পর এক হিট ছবি উপহার দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন ভারতের দক্ষিণি পরিচালক অ্যাটলি কুমার। এবার তিনি ছবি নির্মাণ করছেন বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে। ছবির নাম ‘জওয়ান’। এর মধ্য দিয়ে পরিচালক হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে অ্যাটলির। এবার ‘জওয়ান’-এর গল্প চুরির অভিযোগ উঠেছে অ্যাটলির বিরুদ্ধে। অভিযোগটি করেছেন দক্ষিণি প্রযোজক মণিকম নারায়ণন।

তিনি দাবি করছেন, ‘জওয়ান’–এর গল্প দক্ষিণি ছবি ‘পেরারাসু’র গল্প থেকে নকল করা হয়েছে। গল্পটির স্বত্ব এই প্রযোজকের। তাই অ্যাটলির বিরুদ্ধে তামিল ফিল্ম প্রডিউসারস কাউন্সিলে অভিযোগ করেছেন তিনি। তারা মণিকমের অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে। ৭ নভেম্বরের পর তারা তদন্ত শুরু করবে। তদন্তের পরই জানা যাবে ছবির গল্প চুরি করা কি না।

পরিচালক অ্যাটলি

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘পেরারাসু’ ছবিতে বিজয়কান্ত দ্বৈত চরিত্রে অভিনয় করেন। যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শৈশবে আলাদা হয়ে গিয়েছিল দুই ভাই। এরপর বাবার হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে এক ভাই, আরেক ভাই দায়িত্ববান সিবিআই কর্মকর্তা, যিনি ভাইকে আটকাতে চেষ্টা করেন।

অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতেও দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। কিন্তু ছবির গল্প সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এর আগেও অ্যাটলির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছিল। অ্যাটলি কুমারের সর্বশেষ ছবি ‘বিগিল’ বক্স অফিসে ঝড় তুলে ৩০০ কোটি রুপি আয় করে নেয়।

অ্যাটলি পরিচালিত ‘বিগিল’ ছবির পোস্টার

বর্তমানে ‘জওয়ান’ ছবির শুটিং চলছে। ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণি তারকা নয়নতারাকে। এ ছাড়া আরও অভিনয় করছেন বিজয় সেতুপতি, যোগী বাবু, প্রিয়মনি প্রমুখ।

আগামী বছর ২ জুন ‘জওয়ান’ হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষাতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।