সোনাক্ষী ও কুশ সিনহা। এক্স থেকে
সোনাক্ষী ও কুশ সিনহা। এক্স থেকে

ভাই পরিচালক, বোন নায়িকা

দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকার পর আবারও ফিরলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘নিকিতা রায়’। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাঁর ভাই, কুশ সিনহা। সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই ছবিকে ঘিরে এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানালেন সিনেমা, গল্প, দর্শক ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিজের ভাবনা।

সোনাক্ষী সিনহা বলেন, ‘এটি এমন একটি ছবি, যেটা একসঙ্গে বসে উপভোগ করার মতো। বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গেও এটি দেখা যেতে পারে। ছবিটা আপনাকে ভয়ও দেবে, আবার রোমাঞ্চিতও করবে—বিনোদনের দিক থেকেও একেবারে পূর্ণ। এটা থিয়েটারে গিয়ে দেখার মতো একটা সিনেমা।’

পরিচালক কুশ সিনহা, যিনি শত্রুঘ্ন সিনহার ছেলে ও সোনাক্ষীর ভাই—এই ছবি দিয়েই পা রাখলেন পরিচালনার জগতে। তাঁর পরিচালনায় বোন সোনাক্ষী নাম ভূমিকায় অভিনয় করছেন। ছবির অন্যান্য চরিত্রে আছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল, সুহেল নায়ার।

সোনাক্ষী সিনহা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে গল্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সোনাক্ষী। তাঁর মতে, ‘ভালো গল্প না হলে দর্শক ধরে রাখা যায় না। এখনকার দিনে মানুষের মনোযোগ খুবই সীমিত। যদি গল্প শুরুতেই টানতে না পারে, তাহলে দর্শকের মন অন্যদিকে ছুটে যায়। তাই আমার কাছে গল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ। থ্রিলার হোক বা ড্রামা, আবেগঘন কিছু হোক বা রহস্যঘেরা—যে গল্পটা মানুষের হৃদয় ছুঁতে পারে, সেটাই একটা ভালো সিনেমার মূল উপাদান।’

এখন হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা কমে গেছে। অনেকেই বলছেন, পরিবারকেন্দ্রিক ছবি এখন কম নির্মিত হচ্ছে, তাই দর্শক হলমুখী হচ্ছেন না। কিন্তু সোনাক্ষীর দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। তাঁর ভাষ্য, ‘আমি মনে করি না পারিবারিক সিনেমা এখন কম হচ্ছে। বরং দর্শকের সামনে এখন অনেক অপশন খোলা আছে। ওটিটি আসার পর দর্শক ঘরে বসেই ভালো কনটেন্ট দেখতে পাচ্ছেন। তবে সিনেমা হলে গিয়ে একটা পরিবারের সিনেমা দেখা এখন অনেক খরচসাপেক্ষ। শুধু গল্প নয়, অর্থনৈতিক বিষয়টাও বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। আবার এর বাইরেও হয়তো আরও কিছু কারণ আছে।’

ছবিতে সোনাক্ষীর চরিত্রটি কেমন, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে ছবির ট্রেলার ও পোস্টার প্রকাশের পর দর্শকদের কৌতূহল বেড়েছে। সোনাক্ষী জানিয়েছেন, ‘এই চরিত্র আমার আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা। অনেক বেশি আবেগপ্রবণ, আবার চ্যালেঞ্জিংও।’

‘নিকিতা রায়’ সিনেমায় সোনাক্ষী। আইএমডিবি

সিনেমা ও চরিত্র নিয়ে নিজের ভাবনা প্রকাশ করতে গিয়ে সোনাক্ষী বারবারই ফিরেছেন গল্পের প্রসঙ্গে। তাঁর দৃঢ় বিশ্বাস, ‘যে গল্প দর্শকের হৃদয়ে দাগ কাটতে পারে, সেই গল্পই বড় পর্দায় সফল হয়। বাজেট, ভিএফএক্স বা তারকাখচিত কাস্টিং যতই থাকুক না কেন, যদি গল্প ভালো না হয়, তাহলে ছবিটা দর্শকের মনে জায়গা করতে পারে না।’
‘নিকিতা রায়’ নিয়ে সোনাক্ষীর ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি অনেকেই নতুন জুটির (সোনাক্ষী ও কুশ) দিকে নজর রাখছেন। বড় পর্দায় সোনাক্ষীর প্রত্যাবর্তন কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।