ভূমি পেড়নেকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ভূমি পেড়নেকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ভূমির ঠোঁট নিয়ে তুলকালাম

৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোমান্টিক-কমেডি সিরিজ ‘দ্য রয়্যালস’। মুক্তির পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রিয়াঙ্কা ঘোষ ও নূপুর আস্থানা পরিচালিত সিরিজটি। সমালোচকেরা তো বটেই, সাধারণ দর্শকও এক্সে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সিরিজটিতে। বেশির ভাগই বলছেন, এত খরচ করে এমন সিরিজ নির্মাণ একেবারেই অর্থহীন। এটির না আছে কোনো শিল্পমান, না আছে কোনো বিনোদন। তবে এসব সমালোচনা ছাপিয়ে আলোচনায় সিরিজের অভিনেত্রী ভূমি পেড়নেকর। আরও নির্দিষ্ট করলে বললে ভূমির ঠোঁট।

ভূমি পেড়নেকর ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন এই ইস্যুতে শুরু হয়েছে বিতর্ক। তবে এই প্রথম নয়, কথিত অস্ত্রোপচার নিয়ে এর আগেও কথা হয়েছে। তির্যক মন্তব্যের শিকার হয়েছেন ভূমি। একবার অস্ত্রোপচার বিতর্কে নিজেও মুখ খুলেছিলেন অভিনেত্রী।

ভূমি পেড়নেকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তিনি বলেছিলেন, ‘মানুষের অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে। একজন তো আমাকে সরাসরি বলেছিলেন, “তোমার ঠোঁট খুব বড়।” কিন্তু এতে সমস্যা কবে থেকে তৈরি হলো? এমন বড় ঠোঁট পাওয়ার জন্যই তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে।’

‘দ্য রয়্যালস’ সিরিজে ঈশানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি। এই প্রথমবার জুটি বাঁধলেন তাঁরা। তাই প্রথম থেকেই তাঁদের রসায়ন নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।

যদিও সিরিজে নাকি তাঁদের রসায়ন দর্শকের মনে সেভাবে দাগ কাটতে পারেনি। এই সিরিজে ঈশান ও ভূমি ছাড়াও অভিনয় করেছেন জিনাত আমান, নোরা ফতেহি, সাক্ষী তনওয়ার প্রমুখ।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস