বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘চালতে চালতে’। ২০০৩ সালে মুক্তি পাওয়া সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান ও রানী মুখার্জি। পর্দায় তাঁদের রসায়ন সবার নজর কাড়ে। তবে জানেন কি, এই ছবিতে প্রিয়া চোপড়ার চরিত্রে রানী নন, অভিনয়ের কথা ছিল ঐশ্বরিয়ার। এক দিন শুটিংও করেছিলেন, তবে অজানা কারণে বাদ দেওয়া হয় ঐশ্বরিয়াকে।
সম্প্রতি সিনেমার অজানা এক তথ্য জানালেন পরিচালক আজিজ মির্জা। রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, রানী নন, এই ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিল ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু একটি বিশেষ কারণে এই বদল আনতে হয়।
আজিজ মির্জা বলেন, ‘আমি জানি না কেন এমন হয়েছিল। যাহোক, গানের শুটিং দিয়ে আমাদের শুরু হয়েছিল। ঐশ্বরিয়ার সঙ্গে এক দিনই এর শুটিং হয়েছিল, কিন্তু বিষয়টা আর এগোয়নি। এরপরই রানী আসেন। ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন।’
যদিও এদিন আজিজ মির্জা জানাননি, ঠিক কোন কারণে ঐশ্বরিয়াকে শেষ পর্যন্ত এই ছবিতে দেখা যায়নি। তবে সে সময় গুঞ্জন শোনা যায়, ঐশ্বরিয়ার ব্যক্তিগত সম্পর্কের কারণেই এমনটা হয়েছে। সালমানের সঙ্গে তাঁর সমস্যার কারণেই এই বদল আনা হয়েছিল।
সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াও জানিয়েছিলেন, সেই সময় তাঁকে একাধিক ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন সেই কারণ, তা কখনোই তাঁকে জানানো হয়নি।
উল্লেখ্য, এ সিনেমার প্রস্তাব আমিশা প্যাটেলের কাছেও গিয়েছিল। অভিনেত্রী যখন ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন, তখনই বলিউড বাদশাহর বিপরীতে ‘চালতে চালতে’ সিনেমায় প্রস্তাব দেওয়া হয় তাঁকে। কিন্তু আমিশার তরফ থেকে প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু ১১ বছর পর গত বছর অভিনেত্রী জানিয়েছেন, এ সিনেমার ব্যাপারে কিছুই জানতেন না! অভিনেত্রীর কাছে প্রস্তাব আসার আগেই প্রস্তাবটি ফিরিয়ে দেন তাঁর ম্যানেজার।