Thank you for trying Sticky AMP!!

দিলজিৎ কৌর। ইনস্টাগ্রাম থেকে

স্বামীর সঙ্গে সব ছবি মুছে দিলেন, জনপ্রিয় ‘বিগ বস’ তারকার বিচ্ছেদ তাহলে সত্যি!

ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর। রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে।

দিলজিৎ কৌর। ইনস্টাগ্রাম থেকে

গত বছরই ব্যবসায়ী নিখিল প্যাটেলকে বিয়ে করেন দিলজিৎ। তবে বছর না ঘুরতেই তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। খবর এনডিটিভির

দিলজিৎ ও নিখিলের বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই। তবে নতুন করে সেই গুঞ্জন যেন আরও উসকে দিয়েছেন অভিনেত্রী।

দিলজিৎ ও নিখিল। ইনস্টাগ্রাম থেকে

নিজের ভেরিফায়েড নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিখিল প্যাটেলের সব ছবি সরিয়ে দিয়েছেন দলজিৎ।

Also Read: গায়িকা ও অভিনেত্রী ভিভিয়ানের বিচ্ছেদ

বিচ্ছেদ নিয়ে অভিনেত্রীর বক্তব্য জানতে চেয়েছিল এডডিটিভি। তবে তাঁর মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি দিলজিৎ ও তাঁর সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন।

২০০৯ সালে অভিনেতা শালিন ভানতে বিয়ে করেন দিলজিৎ। এই সংসারে তাঁদের এক সন্তান আছে। ২০১৫ সালে শালিন ও দিলজিতের বিচ্ছেদ হয়।
এরপর গত বছর দ্বিতীয়বার বিয়ে করেছিলেন অভিনেত্রী।

২০০৪ সালে ‘মিস পুনে’ প্রতিযোগিতায় জয়ের পর অভিনয়ে পা রাখেন দিলজিৎ। ছোট পর্দায় তিনি ‘কুলবদ্ধু’, ‘ইস পেয়ার কো কেয়া নাম দু?’ ইত্যাদি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান।

‘বিগ বস’ ছাড়াও আরেকটি রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে’-তেও অংশ দিলজিৎ। পরে এ প্রতিযোগিতায় বিজয়ীও হন তিনি।