Thank you for trying Sticky AMP!!

নতুন বছরে নতুন চমক

তাপসী পান্নু

চলতি বছরে একের পর এক ছবি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর। এসব ছবিতে তাঁকে নানা ধরনের চরিত্রে দেখা গেছে। বেশির ভাগ চরিত্রই ছিল সংগ্রামী নারীর। তবে আগামী বছরে নিজের ইমেজ ধুয়েমুছে সাফ করে ফেলতে চান তিনি। চান এক নতুন তাপসীকে উপহার দিতে।

‘ব্লার’ দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হয়েছে তাপসী পান্নুর

চলতি বছরে তাপসীকে ‘লুপ লাপেটা’, ‘দোবারা’, ‘শাবাশ মিঠু’, ‘রশমি রকেট’, ‘ব্লার’-এর মতো নানা ঘরানার ছবিতে দেখা গেছে। তবে এসব ছবিতে তাঁর অভিনীত চরিত্রগুলে অত্যন্ত ‘পীড়াদায়ক’। এবার নিজেকে চাপমুক্ত চরিত্রে মেলে ধরতে চান তাপসী। তাই আগামী বছরের জন্য বেছে নিয়েছেন মজার বিভিন্ন চরিত্র। এ প্রসঙ্গে তাপসী বলেন, ‘চলতি বছর আমাকে আপনারা শুধু “স্ট্রেসফুল” চরিত্রে দেখেছেন। নতুন বছরে আমাকে আর এ ধরনের চরিত্রে দেখতে পাবেন না। এখন আমি কমেডি করতে চাই। চাপযুক্ত চরিত্রে অভিনয় করে আমার মাথা ক্লান্ত। এখন আমাকে নতুন রূপে আপনারা দেখতে পাবেন।’

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে তিনি ওটিটি অরিজিন্যাল ফিল্ম ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তাপসী

নিজের আগামী ছবিগুলোর  প্রসঙ্গে এই বলিউড তারকা বলেছেন, ‘প্রতীক গান্ধীর সঙ্গে ‘ইয়ে লড়কি হ্যায় ক্যাঁহা’ ছবিটি আপাদমস্তক কমেডি। এ ছবিতে আমি পুলিশের চরিত্রে অভিনয় করছি। এরপর রাজকুমার হিরানির ‘ডানকি’ ছবিতেও আমাকে কমেডি করতে দেখতে পাবেন। আরও দুটি ছবি হাতে আছে। এই ছবি দুটির ঘোষণা এখনো হয়নি। তবে ছবি দুটি মজার ও বিনোদনমূলক হবে তা বলতে পারি।’

তাপসী পান্নু

সম্প্রতি তাপসী এক সাক্ষাৎকারে নিজের এক গোপন ইচ্ছার কথা ফাঁস করেছেন। তিনি বলেছেন, ‘আমি মণিরত্নমের সঙ্গে কাজ করতে চাই। দক্ষিণে যখন প্রথম অভিষেক ছবিটি করেছিলাম, তখন থেকে এ কথা বলে এসেছি। আমার এই ইচ্ছার কথা মণি স্যারকেও বলেছি। তিনি বলেছেন, শিগগিরই আমরা একসঙ্গে কাজ করব। কিন্তু তাঁর সঙ্গে কাজ করার এখনো সুযোগ হয়নি। মণি স্যারের নাম আমার ইচ্ছার তালিকায় একদম প্রথমে আছে। ফিল্মসিটিতে “পিএস ওয়ান” ছবির শুটিংয়ের সময় মণি স্যারের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখনো আমি তাঁকে এ কথা স্মরণ করিয়েছিলাম। এখন দেখি তাঁর সঙ্গে কাজ করার সুযোগ কবে পাই।’

‘দোবারা’ পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে তাপসী

তাপসীর ভাষায়, চলতি বছর করা কাজগুলো ‘চাপযুক্ত’ হলেও এগুলোর জন্য স্বীকৃতি পেতে শুরু করেছেন তিনি। দিন কয়েক আগেই অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে তিনি ওটিটি অরিজিন্যাল ফিল্ম ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। পুরস্কারটি তিনি পেয়েছেন চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া ‘লুপ লাপেটা’ সিনেমায় অভিনয়ের জন্য।

Also Read: চাওয়ার চেয়ে পাওয়া বেশি

Also Read: দোবারা: তাপসীর সঙ্গে এক রোমাঞ্চকর ভ্রমণ

Also Read: পাপারাজ্জিদের সঙ্গে বচসায় তাপসি পান্নু

Also Read: বিয়ের সময় নেই