শাহরুখ খান ও সালমান খান
শাহরুখ খান ও সালমান খান

দুই খানের পোস্টে নেট দুনিয়া সরগরম

সালমান ও শাহরুখপ্রেমীরা তাঁদের প্রিয় দুই তারকার ছবি মুক্তির অপেক্ষায় মুখিয়ে আছেন। করোনাকালের পর থেকে সালমানের কোনো ছবি রুপালি পর্দায় আসেনি। দীর্ঘ সময় কিং খানেরও কোনো ছবি মুক্তি পায়নি। আগামী বছর আসতে চলেছে শাহরুখের তিন ছবি। এদিকে সালমানের আপাতত দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এই দুই তারকাই তাঁদের আগামী ছবিকে ঘিরে পোস্ট করেছেন। এর পর থেকে তাঁদের পোস্টকে ঘিরে নেট দুনিয়া রীতিমতো সরগরম।
শাহরুখকে দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাবে। এই ছবির মাধ্যমে অ্যাটলি নতুন জুটি উপহার দিতে চলেছেন। ‘জওয়ান’ ছবিতে কিং খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে। এ ছাড়া এই ছবিতে আছেন বিজয় সেতুপতি, প্রিয়ামণিসহ আরও অনেক তারকা।

`জওয়ান’–এ শাহরুখ

শাহরুখ তাঁর পোস্টে এসব তারকার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি এ–ও জানিয়েছেন যে ছবির সেটে দক্ষিণের মেগাস্টার রজনীকান্ত এসেছিলেন।

শাহরুখ শুক্রবার রাতে টুইটে লিখেছেন, ‘সত্যি দুর্দান্ত ছিল সেই ৩০ দিন। অত্যন্ত সৌভাগ্যের বিষয় ছিল যে থালাইভা সেটে এসেছিলেন। নয়নতারার সঙ্গে ছবি দেখেছি, আর অনিরুদ্ধের সঙ্গে ছবি নিয়ে চর্চা করেছি। বিজয় সেতুপতির সঙ্গে গভীর আলাপ–আলোচনা হয়েছিল। আর থালাপতি (বিজয়) আমাকে সুস্বাদু নানান পদ খাইয়েছিলেন। অ্যাটলি ও প্রিয়ার আতিথেয়তায় মুগ্ধ। এবার “চিকেন ৬৫” রেসিপি শেখা জরুরি হয়ে গেছে।’

এদিকে সালমান খান তাঁর আগামী ছবি ‘কিসি কে ভাই কিসি কে জান’-এর লুক প্রকাশ্যে এনেছেন। রোদচশমা চোখে স্মার্ট লুকে ধরা দিয়েছেন ভাইজান। তাঁর নতুন লুক ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।
শাহরুখকে ‘জওয়ান’ ছাড়া ‘পাঠান’, ও ‘ডাঙ্কি’ ছবিতে দেখা যাবে। এদিকে সালমানের ‘টাইগার থ্রি’ ছবি মুক্তির অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।