‘লামহে’ ছবিতে দীপক মালহোত্রা। আইএমডিবি
‘লামহে’ ছবিতে দীপক মালহোত্রা। আইএমডিবি

১০ সেকেন্ডের এক দৃশ্য, বিদ্রূপের শিকার অভিনেতা দেশ ছাড়েন

১৯৮০ ও ৯০–এর দশকের বলিউড সম্পর্কে খোঁজখবর রাখলে তখন শ্রীদেবীর জনপ্রিয়তা সম্পর্কে ভালোই জানা থাকার কথা আপনার। সেই সময়ে শ্রীদেবী ছিলেন এমন এক অভিনেত্রী, যাঁর তারকাখ্যাতি অনেক আলোচিত নায়কের চেয়ে বেশি ছিল। এমন পরিস্থিতিতে যদি কোনো নতুন মুখ নিজের প্রথম ছবিতেই শ্রীদেবীর বিপরীতে অভিনয়ের সুযোগ পান, তা–ও আবার যশরাজ ফিল্মসের প্রযোজনায়, তবে তা যেন স্বপ্নের মতোই!

‘লামহে’ ছবিতে ঠিক এমনই এক সুযোগ দিয়েছিলেন যশ চোপড়া। ছবির জন্য তিনি বেছে নিয়েছিলেন আশির দশকের শীর্ষ মডেল দীপক মালহোত্রাকে। সুপারমডেল হিসেবে পরিচিত এই দীপকই ‘লামহে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটান শ্রীদেবীর নায়ক হয়ে।

দীপক মালহোত্রা। আইএমডিবি

ছবিতে সুযোগ পাওয়ার পর দীপক মনে করেছিলেন, এবার তাঁর ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু বাস্তবতা ছিল একেবারে উল্টো। ‘লামহে’ ছবির মাত্র ১০ সেকেন্ডের একটি দৃশ্যের জন্য তিনি এতটাই বিদ্রূপের শিকার হন যে শেষমেশ শুধু বলিউড নয়, পুরো দেশই ছেড়ে চলে যান।

‘লামহে’ ছবিতে দীপক মালহোত্রার ১০ সেকেন্ডের একটি দৃশ্য দর্শকদের এমনভাবে হতাশ করে যে সেখান থেকেই শুরু হয় তাঁর বলিউড–ভবিষ্যতের পতন। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম না থাকলেও ‘পাল্লো...’ নামের এক সংলাপ এতটাই বিদ্রূপের শিকার হয় যে তিনি একরকম নির্বাসিত জীবন বেছে নেন। শুধু ‘লামহে’ নয়, এরপর তাঁর হাতে থাকা ‘ডর’ ও ‘জুনুন’ ছবির কাজও চলে যায় অন্য অভিনেতার হাতে। যশ চোপড়া নিজেই ‘ডর’–এর জন্য তাঁকে বদলে নেন সানি দেওলকে।

দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত

১৯৯১ সালের পর একের পর এক কাজ হাতছাড়া হতে থাকে দীপকের। বলিউডের দরজাগুলো যেন বন্ধ হয়ে যাচ্ছিল তাঁর জন্য। এমন পরিস্থিতিতে তিনি শুধু ইন্ডাস্ট্রিই নয়, পুরো দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। নিজের নাম বদলে ফেলেন। বর্তমানে তিনি পরিচিত ‘ডিনো মার্টেল্লি’ নামে।

বর্তমানে কোথায় দীপক মালহোত্রা?
নিউইয়র্কে স্ত্রী লুবনা অ্যাডাম ও দুই ছেলেকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন দীপক মালহোত্রা ওরফে ডিনো মার্টেল্লি। তিনি এখন একজন সফল ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজে নেই, তবে তাঁর স্ত্রী ও সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাঝেমধ্যে দেখা যায় দীপকের ছবি।

তথ্যসূত্র: ডিএনএ