দানানির মোবিনের বিয়ের গুঞ্জন

দানানির মোবিনকে মনে আছে? ‘পাউরি হো রেহি হ্যায়’শীর্ষক ভাইরাল ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া তরুণ পাকস্তানি অভিনেত্রীর বিয়ের গুঞ্জন ছড়িয়েছে।

২০২১ সালের ‘ভাইরাল’ ভিডিওটির সুবাদে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশে পরিচিতি পেয়েছিলেন দানানির
ইনস্টাগ্রাম থেকে
ভিডিওটি দানানির মোবিনের জীবনটা বদলে দিয়েছে। ইউটিউবার থেকে রীতিমতো অভিনেত্রী বনে গেছেন। পাকিস্তানে হালের তরুণ তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হয় দানানিরকে
সেই দানানির আবারও শিরোনামে এসেছেন। তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেতা আহাদ রেজা মীরকে বিয়ে করেছেন তিনি, এমন গুঞ্জন ছড়িয়েছে। আলোচিত টিভি ধারাবাহিক ‘মিম সে মহব্বত’-এ জুটি বেঁধেছেন তাঁরা
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে দানানির এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার চরিত্রকে মানুষ ভালোবাসলে ভালো লাগে। চরিত্রের সঙ্গে আমার ব্যক্তিগত জীবন না মেলানোর অনুরোধ করব।’
সম্প্রতি স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। একটি ভিডিওতে দেখা গেছে, দানানিরকে ফুলের মালা উপহার দেন আহাদ রেজা মীর। আহাদের বাবা মিষ্টি উপহার দিয়েছেন, দানানিরের জন্য মাংস রান্না করেছেন আহাদের মা