ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কাজল ও অজয়। এএনআই
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কাজল ও অজয়। এএনআই

অজয়–কাজলের মেয়েকে কি বলিউডে দেখা যাবে

বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কাজল অভিনীত ছবি ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবিতে কাজলকে দেখা যাবে তাঁর মেয়েকে রক্ষা করার জন্য অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে। গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অজয় দেবগন প্রযোজিত ছবির ট্রেলার। কাজল আর অজয় এই ছবি নিয়ে কিছু কথা মেলে ধরেন এদিনের অনুষ্ঠানে। দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গও উঠে আসে এদিন।

ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয়, কাজল ছাড়া উপস্থিত ছিলেন আর মাধবনও। অজয়ের ‘শয়তান’ ছবির মূল খলনায়ক ছিলেন মাধবন। এই আসরে হঠাৎই এসে সবাইকে চমকে দেন তিনি। কাজল জানান যে এই প্রথম মাইথো-হরর ছবিতে কাজ করলেন তিনি।

অজয় দেবগন। এএফপি

অভিনেত্রী বলেন, ‘এর আগে আমাকে এই ঘরানার ছবির কোনো প্রস্তাব দেওয়া হয়নি। ওর (অজয়) প্রযোজনা সংস্থা আমাকে সুযোগ দিয়েছে। আগে কিছু ছবি ছাড়া বাকি সব হরর ছবির চিত্রনাট্য ভালো হতো না। কিন্তু এখনকার গল্প ভালো, আর আমরা ভালো ছবি নির্মাণ করছি।’ চরিত্রের প্রস্তুতির প্রসঙ্গে কাজল বলেন, ‘আমি চরিত্রের প্রস্তুতিতে কখনোই খুব একটা বিশ্বাস করি না। সেটে গিয়ে আমি চরিত্রের মতো হয়ে উঠি। আমি মনে করি, গোটা দল মিলে যখন কাজ করে, তখনই একটা ভালো ছবি বানানো হয়।’

‘মা’ ছবিতে কাজলের মেয়ের চরিত্রের জন্য অজয় মেয়ে নিয়াসার কথা ভেবেছিলেন কি না, এর জবাবে এই বিটাউন তারকা বলেন, ‘না। আর এখন সিনেমায় কাজ করার কোনো ইচ্ছা নেই নিয়াসার।’

হলিউডের হরর ছবির সঙ্গে বলিউডের ছবির তুলনা টানা হলে অজয় বলেন, ‘আমাদের কাছে পৌরাণিক কাহিনি আছে, তাই এর ওপর ছবি বানানো জরুরি ছিল। হলিউডকে গল্প সৃষ্টি করতে হয়েছে। আমাদের কাছে আসল কাহিনি আছে। শুধু সেটা অন্বেষণ করা খুবই প্রয়োজন।’ অজয় ও আর মাধবন অভিনীত ‘শয়তান’ ছবি দর্শক পছন্দ করেছিলেন। ছবিটি বক্স অফিসে ভালো সফলতা পেয়েছিল। ‘মা’ ছবির সঙ্গে ‘শয়তান’-এর তুলনার প্রসঙ্গে অজয় বলেন, ‘এই দুই ছবির মধ্যে তুলনা টানা ঠিক নয়। আশা করি এই ছবিও দর্শক পছন্দ করবেন।’

হরর ছবির প্রসঙ্গে অজয় একটু হতাশার সুরে বলেন, ‘হরর ছবিকে একসময় মূলধারার ছবি হিসেবে ভাবা হতো না। জানি না কেন এই ঘরানার ছবির ক্ষেত্রে আগে কোনো বড় তারকাকে চয়ন করার প্রয়াস করা হতো না। কিন্তু এখন আর তা হয় না। আর এটা অবশ্যই ভালো কথা।’

কাজল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিকে ঘিরে নেট দুনিয়ায় নতুন বিতর্ক দানা বেঁধেছে। এই ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। ‘স্পিরিট’ ছবিতে কাজ করার জন্য দীপিকা পরিচালকের কাছে আট ঘণ্টা শিফটের দাবি জানিয়েছিলেন। আর এই কারণে বিটাউন নায়িকাকে ‘অপেশাদার’ বলে ছবি থেকে বাদ দিয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

এ বিষয়ে কাজল আর অজয় কারও নাম উল্লেখ না করে নিজেদের মতামত ব্যক্ত করেন। ‘মা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয়-কাজলকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রির নতুন মা ৮ ঘণ্টা শিফটের যে দাবি জানিয়েছেন, এই দাবি কি তাঁরা ন্যায্য বলে মনে করেন? এর জবাবে কাজল হেসে বলেন, ‘আমার কাছে বিষয়টা ভালো লেগেছে যে আপনাকে কম কাজ করতে হবে।’ কাজলকে মাঝপথে থামিয়ে ক্ষমা চেয়ে অজয় বলেন, ‘এমন নয় যে এটা কেউ পছন্দ করছেন না। অধিকাংশ সৎ চিত্র নির্মাতার এতে কোনো সমস্যা নেই। সদ্য মা হওয়ার পর অনেকে ৮ ঘণ্টার শিফটে কাজ করা শুরু করেছেন। তবে এটা ব্যক্তিবিশেষে নির্ভর করে। আমার মনে হয় ইন্ডাস্ট্রির অনেকেই এটা অনুভব করেন।’
‘মা’ ছবিটি আগামী ২৭ জুন বড় পর্দায় মুক্তি পাবে।