
শাহরুখ খান ও গৌরী খানের একমাত্র মেয়ে সুহানা। ছোটবেলা থেকেই ‘স্টার কিড’ হিসেবে মিডিয়ায় আলোচিত নাম। তবে অভিনয়ে অভিষেকের পর থেকে তিনি ঘুরিয়ে দিয়েছেন আলোচনার মোড়। ২০০০ সালের ২২ মে জন্ম নেন এই জেন-জি তারকা। আজ তাঁর ২৫তম জন্মদিন। পিংকভিলা, আইডিভা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু জানা–অজানা তথ্য জানাচ্ছেন পৃথা পারমিতা নাগ