কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নাম ছিল আলিয়া, হয়ে গেলেন কিয়ারা

হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিনি। সদ্যই মা হয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে বড় বাজেটের দুটি সিনেমা। এই অভিনেত্রী আর কেউ নন কিয়ারা আদভানি। আজ তাঁর জন্মদিন। ৩৪ বছরে পা দিলেন কিয়ারা। জন্মদিন উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক কিয়ারা সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য।

১৯৯১ সালের আজকের দিনে মুম্বাইতে জন্ম হয় কিয়ারার। পড়াশোনা করেছেন মুম্বাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ২০১৪ সালে ‘ফাগলি’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় কিয়ারার। তবে আলোচনায় আছেন এম এস ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কিয়ারা আদভানি হিসেবে পরিচিত হলেও এটা তাঁর আসল নাম নয়। তাঁর আসল নাম আলিয়া আদভানি। কিন্তু আলিয়া ভাট নামে আরেকজন অভিনেত্রী আছেন, তাই নিজের নাম বদলে কিয়ারা হন আলিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কিয়ারা সমালোচকদের কাছে পরিচিতি পান নেটফ্লিক্সের করণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে। সেই অ্যানথোলজি সিনেমায় অতৃপ্ত গৃহবধূর চরিত্রে অভিনয় করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এই সিনেমার পর ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘সত্যপ্রেম কি কথা’র মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কিয়ারার অবশ্য বছরের শুরুটা ভালো হয়নি। শঙ্করের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘গেম চেঞ্চার’ সেভাবে ব্যবসা করতে পারেনি। তবে কিয়ারা অপেক্ষায় আছেন ‘ওয়ার ২’ সিনেমার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
যশরাজ ফিল্ম প্রযোজিত অয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমায় তাঁকে দেখা যাবে হৃতিক রোশনের বিপরীতে। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কিয়ারা সম্পর্কে লিখতে গেলে অতি অবশ্যই ‘শেরশাহ’ সিনেমার কথা লিখতেই হবে। ২০২১ সালে এ সিনেমা করতে গিয়েই সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম হয় কিয়ারার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেন এই প্রেমিকযুগল। ১৫ জুলাই প্রথমবারের মতো মা হয়েছেন কিয়ারা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনেত্রী এখন আছেন মাতৃত্বকালীন বিরতিতে। জানা গেছে, আগামী বছরের প্রথম দিকে কাজে ফিরতে পারেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কিয়ারা অভিনীত আরেকটি সিনেমা ‘টক্সিক: আর ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ আছে মুক্তির অপেক্ষায়। গীতু মোহনদাস পরিচালিত গ্যাংস্টার সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ। ছবিতে কিয়ারা ছাড়াও আছেন নয়নতারা, যশ, তারা সুতরারিয়া, হুমা কুরেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে