সৌদি আরবে রাজ-সিমরান, এরপর...

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাজল ও শাহরুখ
ছবি : সংগৃহীত

সেই কবে মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ২৭ বছর পরে এসে আদিত্য চোপড়ার সিনেমাটি নিয়ে এখনো আলোচনা হয়। ভারতের রোমান্টিক সিনেমার কথা উঠলেই আসে শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমাটির কথা। ছবিটিতে রাজ ও সিমরান জুটি যেন হয়ে উঠেছে সিনেমার জুটির চেয়ে বেশি কিছু। এবার সৌদি আরবেও দেখা গেল রাজ-সিমরান জুটির ঝলক।

গত বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে উদ্বোধনী সিনেমা ছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবির প্রদর্শনীতে হাজির ছিলেন পর্দার রাজ ও সিমরান তথা শাহরুখ খান ও কাজল।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় কাজল ও শাহরুখ

মঞ্চে যখন রাজ ও সিমরান হাজির, তখন দর্শকের চাওয়া ছিল আরও বেশি কিছু। দুই তারকাও নিরাশ করেননি।

শাহরুখ এদিন হাজির হয়েছিলেন আপাদমস্তক কালো পোশাকে, কাজলও পরেছিলেন কালো গাউন। একপর্যায়ে কাজলকে উদ্দেশ করে শাহরুখ গেয়ে ওঠেন তুমুল জনপ্রিয় সেই গান, ‘তুঝে দেখা তো’। সঙ্গে সঙ্গেই মিলনায়তনে উপস্থিত দর্শকের মধ্যে শোরগোল ওঠে। শাহরুখও পর্দার রাজের মতোই হাত বাড়িয়ে দেন কাজলের দিকে।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাজল ও শাহরুখ

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। যা দেখে অনেক দর্শক মন্তব্য করেছেন, ‘ডিডিএলজে মুহূর্ত’।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছাড়াও এবারের সৌদি আরব সফরে আরও দুই কাজ সেরেছেন শাহরুখ খান।

রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। এ ছাড়া তাঁকে দেখা গেছে পবিত্র ওমরাহ পালন করতে।