তিনিই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া টিভি তারকা। আট বছর পর ছোট পর্দায় প্রত্যাবর্তনের খবর দিয়ে তিনি আবার শিরোনামে। তিনি কপিল শর্মা, দিলীপ যোশী, রোনিত রায় বা রুপা গাঙ্গুলি নন। কে তিনি? জেনে নেওয়া যাক ডিএনএ অবলম্বনে।
এই অভিনেতার জন্ম মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পড়াশোনা করেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। ২০০৪ সালে টিভিতে অভিষেকের পর হয়ে ওঠেন পরিচিত মুখ। এই তারকা আর কেউ নন শরদ কেলকার।
২০০৪ সালে দুরদর্শনে তাঁর অভিনীত সিরিয়াল ‘আক্রোশ’ প্রচারের পর থেকেই তিনি আলোচনায় আসেন। এই সিরিয়ালে তিনি ইন্সপেক্টর শচীন কুলকার্নির চরিত্রে অভিনয় করেছেন। তাঁর স্ত্রী অভিনেত্রী কীর্তি গায়েকড়। ২০০৫ সালেই বিয়ে সেরেছেন তাঁরা। ২০০৬ সালে এই তারকা দম্পতি রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’র দ্বিতীয় মৌসুমে অংশ নিয়ে আলোচনায় আসেন।
কাজের আরও কথা পরে জানা যাবে, আগে জেনে নেওয়া যাক শারদের পারিশ্রমিক। তিনি টিভি শোর জন্য দিনপ্রতি সাড়ে তিন লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন; যা তাঁকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টিভি তারকায় পরিণত করে।
টিভিতে প্রচুর কাজ করেছেন শারদ। তাঁকে দেখা গেছে ‘বাহুবলী’র দুই কিস্তি, ‘দশেরা’, ‘আদিপুরুষ’, ‘সালার’সহ কয়েকটি সিনেমায়।
শিগগিরই তাঁকে দেখা যাবে নতুন সিরিয়াল ‘আনকনভেনশাল রোমান্স’-এ। ছোট ও বড় পর্দায় অভিনয় ছাড়াও ভয়েস আর্টিস্ট হিসেবেও প্রচুর কাজ করেন। হলিউডের বিভিন্ন সিনেমা হিন্দিতে ডাব করে ভারতে মুক্তি পায়, সেগুলোর বেশির ভাগেই থাকে শারদের কণ্ঠ।