তর সইছে না...

নতুন ছবি মুক্তি, হলিউড এজেন্সির সঙ্গে চুক্তি—নানা খবর নিয়ে সরগরম বলিউড। ওদিকে কেউ আয়োজন করছেন বেবি শাওয়ার, জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী আবার জানিয়েছেন হিন্দি ডাব করতে গিয়ে সংগ্রামের কথা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বলিউডের নানা খবর

আলিয়া ভাটের জীবনে এখন একটার পর একটা সুখবর। প্রথম সন্তানের অপেক্ষায় থাকা অভিনেত্রীর ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে হিট। অভিনেত্রীকে তাই হাসিমুখে পাওয়া যাচ্ছে ছবির প্রচারণায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, কোনো ছবির রিভিউ পড়েন না তিনি। অনেকে তাঁকে খবরের শিরোনাম পাঠান, ব্যস এটাই। আলিয়া বলেন, ‘রিভিউ যখন ভালো হয়, তখনো পড়ি না, খারাপ হলেও না।’
ছবি : সংগৃহীত
মুক্তি পাচ্ছে রাশমিকা মান্দার প্রথম হিন্দি ছবি ‘গুডবাই’। তবে ছবিটি ডাবিং করতে গিয়ে কতটা কষ্ট হয়েছে, সেটা জানিয়েছেন অভিনেত্রী, ‘আমার জন্য অন্য ভাষায় ডাব করা বেশ কঠিন ছিল। সিনেমার প্রয়োজনে এ পর্যন্ত করা সবচেয়ে কঠিন বিষয় ছিল এটি (ডাবিং)।’
আগামী ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে হৃতিক রোশনের ছবি ‘বিক্রম বেদা’। ছবিটি দেখতে তর সইছে না অভিনেতার কথিত প্রেমিকা সাবা আজাদের। এক ইনস্টাগ্রামে পোস্টে তিনি লিখেছেন, ‘তর সইছে না।’
‘আরআরআর’-এর ব্যাপক সাফল্যের জেরে হলিউড ট্যালেন্ট সংস্থা সিএএর সঙ্গে চুক্তি করলেন তেলেগু পরিচালক এস এস রাজামৌলি। মনে করা হচ্ছে, হলিউডে নতুন প্রজেক্ট করতে যাচ্ছেন পরিচালক
প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন বিপাশা বসু। জানা গেছে, শিগগিরই তাঁর বেবি শাওয়ার অনুষ্ঠানে হাজির হবেন তারকারা। অনুষ্ঠানে অতিথিদের জন্য বিশেষ পোশাকবিধি ঠিক করা হয়েছে। নারীরা পরবেন গোলাপি ও পিচ রঙের পোশাক। পুরুষদের দেখা যাবে ল্যাভেন্ডার ও নীল রঙের পোশাকে
দিন দুই আগে মুম্বাইতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জাহ্নবী কাপুর। অনুষ্ঠানে কমলা রঙের পোশাকে উত্তাপ ছড়িয়েছেন এ অভিনেত্রী
প্রথমবারের মতো কথিত প্রেমিক জহির ইকবালের সঙ্গে কাজ করেছেন সোনাক্ষী সিনহা। অ্যামি ভির্ক ও আশিস কৌরের গাওয়া ‘ব্লকবাস্টার’ গানের ভিডিও চিত্রে জহিরের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে ‘দুর্দান্ত’ বলে অভিহিত করছেন সোনাক্ষী।
চিরঞ্জীবীর ‘গডফাদার’ ছবিতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি সালমান খান। ছবিটি মুক্তি পাবে আগামী ৫ অক্টোবর। ছবিতে সালমান, চিরঞ্জীবী ছাড়াও আছেন নয়নতারা
ঐশ্বরিয়া রাই বচ্চনের সেলফিতে তৃষা কৃষ্ণান। দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা যাবে মনি রত্নমের ‘পোন্নিইন সেলভান ওয়ান’ ছবিতে