৫২ দিনে ‘কানতারা’র আয় কত

গত ৩০ সেপ্টেম্বর ভারতজুড়ে মুক্তি পায় ঋষভ শেঠি অভিনীত ও পরিচালিত ‘কানতারা’। সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিসে সাফল্যের সঙ্গে রেকর্ড গড়ছে। সেই ধারা ৫২তম দিন ধরে অব্যাহত রয়েছে। ‘কানতারা’র সাফল্যের আজ ৫৩তম দিন। সিনেমাটি সম্প্রতি নতুন রেকর্ড গড়েছে। দেখুন ছবিতে—
‘কানতারা’তেলেগু ভাষায় ডাবিং করা সিনেমার মধ্যে ৬৫ কোটি রুপি আয় করে শীর্ষ ৫ নম্বরে জায়গা করে নিয়েছে। এখন পর্যন্ত তেলেগু ডাবিং করা সিনেমার মধ্যে সর্বাধিক আয় করা সিনেমা ‘কে জি এফ চ্যাপটার-২ ’। সিনেমাটির আয় ছিল ১৮৫ কোটি রুপি।
ছবি: আইএমডিবি
৭ম সপ্তাহে এসেও সিনেমাটি রেকর্ড ভেঙে ২৪ কোটি রুপি আয় করেছে।
‘কানতারা’র প্রথম সপ্তাহে আয় ছিল ২৬ কোটি রুপি।
সিনেমাটি সবচেয়ে বেশি আয় করে তৃতীয় সপ্তাহে ৭৫ কোটি রুপি।
শুধু কন্নড় প্রদেশ থেকেই সিনেমাটি ১৬৮ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে।
এখন পর্যন্ত দেশের বাইরে থেকে ‘কানতারা’র আয় ৪৪ কোটি রুপি।
শুধু কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে সিনেমাটি আয় করেছে ১৬ কোটি রুপি।
মধ্যপ্রাচ্যে ভারতের সিনেমা দিন দিন বাজার দখল করছে। এ বাজার থেকে ‘কানতারা’র আয় ৭ দশমিক ৫ কোটি রুপি।
২০২২ সালে ভারতে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ৬ নম্বরে রয়েছে ‘কানতারা’। এ তালিকায় ১ নম্বরে থাকা ‘কে জি এফ চ্যাপটার-২’ সিনেমাটির আয় ১ হাজার ৩০ কোটি রুপি।
‘কানতারা’র এখন পর্যন্ত বক্স অফিস রেকর্ড গড়ে কালেকশন ৪০০ কোটি রুপি। এই হিসাব ৫২তম দিনের।