গত ৩০ সেপ্টেম্বর ভারতজুড়ে মুক্তি পায় ঋষভ শেঠি অভিনীত ও পরিচালিত ‘কানতারা’। সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিসে সাফল্যের সঙ্গে রেকর্ড গড়ছে। সেই ধারা ৫২তম দিন ধরে অব্যাহত রয়েছে। ‘কানতারা’র সাফল্যের আজ ৫৩তম দিন। সিনেমাটি সম্প্রতি নতুন রেকর্ড গড়েছে। দেখুন ছবিতে—
