উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন তারকারা
উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন তারকারা

আবিরের রঙে মেতেছেন তারকারা

দোলপূর্ণিমা আজ। দোলপূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন হোলি উৎসব। উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন তারকারা।

‘জটাধরা’ সিনেমার শুটিংয়ের মধ্যে দোলযাপন করেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘রং খেলো, আনন্দ উদ্‌যাপন করো। “জটাধরা” ছবির সেট থেকে আমার সব বন্ধুকে দোলের শুভেচ্ছা।’
কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক রং খেলার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শুভ দোলপূর্ণিমা।’
টালিউডের তারকা অঙ্কুশ হাজরার সঙ্গে ঐন্দ্রিলা সেনের প্রেম নিয়ে লোকছাপা নেই। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঐন্দ্রিলা
ঢাকার তরুণ দম্পতি নিদ্রা নেহা ও প্রান্তর দস্তিদার। দুজনের ছবি পোস্ট করে নিদ্রা ফেসবুকে লিখেছেন, ‘হ্যাপি হোলি।’