
একসময় বলিউডে তাঁর নাম মানেই ছিল সাহস, বিতর্ক আর বিদ্রোহ। পরিচালকেরা বলতেন ‘যেখানে কেউ সাহস পায় না, সেখানে তিনিই রাজি।’ চুম্বন আর নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার শিরোনামে এসেছেন তিনি, তবু কেউ অস্বীকার করতে পারেনি, তাঁর আত্মবিশ্বাস ছিল অটুট। কখনো কানের লালগালিচায় ঝলমলে উপস্থিতি, কখনো বলিউডে নিয়ম ভাঙার সাহসী ঘোষণা—সব মিলিয়ে তিনি ছিলেন এক যুগের প্রতীক। আজ সেই অভিনেত্রীর জন্মদিন। এ দিনে ফিরে দেখা যাক তাঁর কিছু দুর্লভ ছবি, জানি তাঁর জীবন ও যাত্রা সম্পর্কে কিছু অজানা তথ্য।