বাবার কোলে থাকা এই শিশু এখন আলোচিত তারকা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বাবার কোলে থাকা এই শিশু এখন আলোচিত তারকা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বাবার কোলে থাকা এই শিশু এখন আলোচিত তারকা

এ সময়ের আলোচিত তারকাদের একজন তিনি। বড় পর্দা হোক বা ওটিটি—সবখানেই উজ্জ্বল তিনি। হিন্দি থেকে দক্ষিণি, আবেদনময়ী থেকে ধূসর চরিত্রে তিনি সাবলীল। আজ এই তারকার জন্মদিন। ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য—

১৯৯২ সালের ৩১ মে ভারতের অন্ধ প্রদেশের তেলানিতে জন্ম তাঁর। স্কুল ও কলেজে পড়ার সময় নানা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন সবিতা। তবে এসব কার্যক্রমের মধ্যে অভিনয় ছিল না। ‘স্কুল-কলেজে পড়তে ভালোবাসতাম, লেখারও নেশা ছিল। এ ছাড়া শাস্ত্রীয় নৃত্য, ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছি। শিল্পের প্রতি এই নেশাই হয়তো আমাকে অভিনয়ে নিয়ে এসেছে।’ বলেন এই অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ছোটবেলা থেকেই দৃঢ়চেতা। কলেজের পড়ালেখার পাট চুকিয়ে নিজেকে তিন বছরের চ্যালেঞ্জ দেন। ঠিক করেন, তিন বছরের মধ্যে নিজের ক্যারিয়ারের গতিপথ ঠিক করবেন, এরপর আবার পড়াশোনায় ফিরবেন। চ্যালেঞ্জে ঠিকই উতরে যান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এই অভিনেত্রী আর কেউ নন সবিতা ধুলিপালা। ২০১৬ সালে অনুরাগ কশ্যপের ‘রমণ রাঘবন ২.০’ দিয়ে বড় পর্দায় অভিষেক। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এরপর গত ৯ বছরে ‘গুদাচারি’, ‘কুরুপ’, ‘পোন্নিইন সেলভান’, ‘দ্য নাইট ম্যানেজার’, ‘মাঙ্কি ম্যান’-এর মতো সিরিজ ও সিনেমায় দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সবিতা নিজের চেষ্টায় এত দূর এসেছেন। তাঁর পরিবারের কেউ অভিনয়ে যুক্ত ছিলেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, নিজের সংগ্রামের দিনগুলো নিয়ে সবিতা বলেন, ‘আমার পরিবারের কেউ সিনেমার সঙ্গে যুক্ত ছিল না। আমাকে সুযোগ পেতে অনেক কষ্ট করতে হয়েছে। আমি এক হাজারের বেশি অডিশন দিয়েছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
দক্ষিণ ভারতের মেয়ে হলেও সিনেমায় অভিষেক হয় হিন্দিতে, অনুরাগ কশ্যপের হাত ধরে। হিন্দি ভাষা রপ্ত করতে তাই দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে সবিতা ধুলিপালাকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সবিতা বড় তারকা হওয়ার স্বপ্ন দেখেন না। তিনি চান বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে বাজিয়ে দেখতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সবিতা চান নিজের পছন্দের নির্মাতাদের সঙ্গে কাজ করতে। অনুরাগ কশ্যপের হাত ধরে অভিষেক হয়েছে, এরপর তিনি জোয়া আখতারের সঙ্গে কাজ করেছেন। আর ‘পোন্নিইন সেলভান’-এর দুই কিস্তি দিয়ে মণি রত্নমের সঙ্গে কাজের স্বপ্ন পূরণ হয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘পোন্নিইন সেলভান: ওয়ান’ ছবিতে সবিতাকে দেখা গেছে রাজকন্যার চরিত্রে। সবিতা নিজে মনে করেন, ছবিটি তাঁর অভিনয়জীবনের মাইলফলক ছবি। তিনি বলেন, ‘এ ছবিতে সুযোগ পেয়ে কতটা খুশি, বলে বোঝানো যাবে না। আমি নিজে ইতিহাসনির্ভর সিনেমার পাঁড় ভক্ত। এমন চরিত্রে সুযোগ পাওয়া সত্যিই আনন্দের।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘পোন্নিইন সেলভান: ওয়ান’ ছবিতে সবিতাকে দেখা গেছে রাজকন্যার চরিত্রে। সবিতা নিজে মনে করেন, ছবিটি তাঁর অভিনয়জীবনের মাইলফলক ছবি। তিনি বলেন, ‘এ ছবিতে সুযোগ পেয়ে কতটা খুশি, বলে বোঝানো যাবে না। আমি নিজে ইতিহাসনির্ভর সিনেমার পাঁড় ভক্ত। এমন চরিত্রে সুযোগ পাওয়া সত্যিই আনন্দের।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
গত বছরের ৮ আগস্ট দক্ষিণি তারকা নাগা চৈতন্যের সঙ্গে সবিতার বাগদান হয়। গত বছরেরই ৪ ডিসেম্বর হায়দরাবাদে তাঁদের বিয়ে হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সবিতাকে নিয়ে একটি মজার তথ্য, একবার অভিনেত্রীর জায়গা সুযোগ পেয়েছিল একটি কুকুর। একবার এক বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে গিয়ে জানতে পারেন অদ্ভুত ঘটনাটি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনেত্রী জানতে পারেন, পণ্যের সঙ্গে তাঁর ভাবমূর্তি খাপ খাচ্ছে না। হাতছাড়া হয় সেই সুযোগ। সবিতার পরিবর্তে অন্য কোনো অভিনেত্রী বা মডেলকে নয়; নিয়ে আসা হয় একটি কুকুরকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চলতি বছর বেশ কয়েকটি নতুন প্রকল্পে দেখা যাবে অভিনেত্রীকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে