প্রতিবার মুম্বাইয়ে ধুমধাম করে দুর্গাপূজা উদ্যাপন করেন রানী মুখার্জি, কাজলরা। এবার ছিলেন রণবীর কাপুরসহ অনেক তারকাই। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক পূজায় কে কোথায়—
বিনোদন ডেস্ক
পূজায় এবার হাজির হয়েছিলেন ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা রণবীর কাপুর ও নির্মাতা অয়ন মুখার্জি। শিল্পীদের জনসংযোগ প্রতিষ্ঠানের সৌজন্যেরণবীর কাপুর, অয়ন মুখার্জি ও তাঁর পরিবারের সদস্যরা। শিল্পীদের জনসংযোগ প্রতিষ্ঠানের সৌজন্যে
মুম্বাইয়েই পূজা উদ্যাপন করছেন রানী মুখার্জি। এএফপি কিছুদিন আগেই প্রথম সন্তানের বাবা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কলকাতার পূজামণ্ডপে। অভিনেতার ফেসবুক থেকে স্ত্রী প্রিয়া ও সন্তানের সঙ্গে পরমব্রত। অভিনেতার ফেসবুক থেকেঅভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন সিনেমা ‘রক্তবীজ ২’ মুক্তি পেয়েছে দুর্গাপূজা উপলক্ষে, অভিনেত্রীও ঘুরতে গিয়েছিলেন মণ্ডপে। অভিনেত্রীর ফেসবুক থেকে