ঢাকায় এসে হানিয়ার বাংলায় ইনস্টাগ্রাম পোস্ট, স্টোরিতে হাশিম মাহমুদের ‘বাজি’

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ঢাকায় ফুরফুরে মেজাজে সময় কাটছে তাঁর। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে থাকল আরও তথ্য।

কপালে টিপ, কানে দুল—ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন হানিয়া আমির। ছবির ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন হাশিম মাহমুদের আলোচিত গান ‘বাজি’; কোক স্টুডিও বাংলার গানটিতে হাশিমের সঙ্গে গেয়েছেন ইমন চৌধুরী
ইনস্টাগ্রাম থেকে
একটি ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশে এসে বাংলাটাও খানিকটা রপ্ত করেছেন হানিয়া
গতকাল ঢাকায় তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বাংলায় লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’
১৭ ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে প্রায় আড়াই লাখ লাইক পড়েছে। প্রায় তিন হাজার মন্তব্য এসেছে
ঢাকায় এসে ফুল উপহার পেয়েছেন হানিয়া। হানিয়ার চুলে ফুল গুঁজে দিতে দেখা গেছে
উপহার পাওয়া ফুলটি ক্যামেরার সামনে ধরেছেন
সহকর্মীর সঙ্গে খুনসুটি
সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। তাঁর দিন দুয়েক থাকার কথা রয়েছে
২৮ বছর বয়সী এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি
তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি