প্রীতি ঝানগিয়ানি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
প্রীতি ঝানগিয়ানি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রথম ছবি সুপারহিট, এরপর...

প্রথম ছবি সুপারহিট। এরপর পথ হারিয়ে ফেলেছেন, পরে ক্যারিয়ারই শেষ হয়ে গেছে—বলিউডে এমন উদাহরণের অভাব নেই। এই অভিনেত্রী তেমনই একজন। কে তিনি? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
এই অভিনেত্রীর জন্ম মুম্বাইয়ে। মডেলিং করতেন, পরে নাম লেখান অভিনয়ে। মুম্বাইয়ের মেয়ে হলেও তাঁর অভিনয়ে অভিষেক হয় মালয়ালম সিনেমা দিয়ে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার নাম ‘মাজহাবিল্লু’। ছবি: ইনস্টাগ্রাম থেকে
তবে তিনি ব্যাপক পরিচিতি পান বলিউড অভিষেকে। ২০০০ সালে আদিত্য চোপড়ার ‘মোহাব্বতে’ দিয়ে সাড়া ফেলেন। এই অভিনেত্রী আর কেউ নন প্রীতি ঝানগিয়ানি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
সিনেমাটিতে অনেক তারকা থাকলেও ঠিকই আলাদা করে নজর কাড়েন প্রীতি। সে বছর আইফা অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জেতেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
এরপর ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘না তুম জানো না হাম’সহ অনেক হিন্দি সিনেমায় অভিনয় করলেও কোনো সিনেমাই সেভাবে হিট হয়নি। একপর্যায়ে প্রীতিকে নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন পরিচালক–প্রযোজকেরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
পরে দক্ষিণি কিছু সিনেমা করলেও দুই-একটি ছাড়া কোনোটিই সেভাবে আলোচনায় ছিল না। ২০১৭ সালে রাজস্থানি সিনেমা ‘তাওদো দ্য সানলাইট’তে শেষ দেখা যায় প্রীতিকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
ওটিটিতে অবশ্য পরেও দেখা গেছে প্রীতিকে। ২০২৩ সালে সনি লিভের সিরিজ ‘কাফাস’-এ দেখা যায় তাঁকে। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে