প্রিয় তারকাকে দেখতে বা তাঁর কথা শুনতে কার না ভালো লাগে। এ জন্য তাঁদের কণ্ঠ নকল করে তাঁদের ছবি ব্যবহার করে অনেকে ব্যক্তিগত স্বার্থ আদায় করেন। মিমিক্রি আর্টিস্টরা কণ্ঠ নকল করে বিভিন্ন কনটেন্ট বানান। বিভিন্ন শপিং মলে তাঁদের ছবি ঝুলিয়ে রেখে আকৃষ্ট করা হয়। ভারতের বলিউড তারকা অমিতাভ বচ্চনও এর বাইরে নয়। কিন্তু এখন থেকে বিগ বির অনুমতি ছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে তাঁকে নকল করা, তাঁর ছবি ব্যবহার করা এবং তাঁর কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না।
গতকাল দিল্লি হাইকোর্ট এসব ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন। শুধু ভারত নয়, ভারতের বাইরেও তাঁর অনুমতি ছাড়া ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে অনেকে উদ্বিগ্ন। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কণ্ঠ নকল করে জনপ্রিয়তা পেয়েছেন অনেকে। বিভিন্ন কনটেন্ট তৈরি করে সেখান থেকে আয় করেছেন বিপুল পরিমাণ অর্থ। বিশেষ করে এ শিল্পীদের ওপরই নিষেধাজ্ঞা জারি করলেন হাইকোর্ট।
সম্প্রতি ‘অমিতাভবচ্চনডটকম’ নামের একটি ডোমেইন বিক্রি হয়েছে। এ ডোমেইনের সঙ্গে অমিতাভের কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তির নামে নথিভুক্ত করা এই ডোমেইন থেকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে অমিতাভের সুনাম ক্ষুণ্ন হবে। এ ছাড়া পোশাক বিক্রেতা, বই প্রকাশনী সংস্থাসহ আরও নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাঁর নাম ব্যবহার করে নিজস্ব ফায়দা লুটছে। এ প্রসঙ্গ তুলে অমিতাভের আইনজীবীরা দাবি করেন, বিগ বির নাম, কণ্ঠস্বর ও ছবির ওপর তিনি ছাড়া অন্য কারও অধিকার থাকবে না।
এই আবেদনের ভিত্তিতে বিচারপতি নবীন চাওলা এসব ব্যবহারে স্থগিতাদেশ দেন। তিনি বলেন, আদালতের কাছে অমিতাভের আবেদন ছিল, তিনি ব্যবহৃত হতে চান না। তাই তাঁকে ব্যবহার করে কোনো সংগঠন বা ব্যক্তি বিনা অনুমতিতে পণ্যের প্রচার করতে পারবে না। এ ছাড়া অমিতাভের অনুমতি ছাড়া তাঁকে ব্যবহার করে যেসব পণ্য বা কনটেন্ট রয়েছে, তা দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। আর সেগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও টেলিকম পরিষেবা প্রদানকারীদের।