সিনেমার দৃশ্যে অজয় দেবগন। আইএমডিবি
সিনেমার দৃশ্যে অজয় দেবগন। আইএমডিবি

৮ মিনিটের জন্য ৩৫ কোটি রুপি পারিশ্রমিক, কে এই অভিনেতা

সিনেমায় অতিথি চরিত্রের উপস্থিতি নতুন কিছু নয়। তবে দেশে-বিদেশের বড় তারকার ছবিতে অন্য বড় তারকাদের স্বল্প সময়ের উপস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে। জানেন কি, পর্দায় অতিথি চরিত্রে মাত্র কয়েক মিনিটের উপস্থিতির জন্যও বড় অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন তারকারা! হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

পুরো সিনেমার জন্য নয়, শুধু অতিথি চরিত্রের জন্য প্রতি মিনিটে তিনি নিয়েছিলেন ৪ কোটি ৩৫ লাখ রুপি। পারিশ্রমিকের দিক থেকে পেছনে ফেলে দিয়েছিলেন সালমান-শাহরুখকেও। এই অভিনেতা আর কেউ নন, অজয় দেবগন। এএফপি
নব্বইয়ের দশকে চিরঞ্জীবী ছিলেন প্রথম অভিনেতা, যিনি এক কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন, পরে সেই রেকর্ড ভেঙেছিলেন শ্রীদেবী।
৩. শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে অনেক অভিনেতা-অভিনেত্রীই আছেন, যাঁরা শুধু অতিথি চরিত্রে অভিনয় করে ২৫০ থেকে ৩০০ কোটি রুপি আয় করেছেন। তবে বলিউডে এমন একজন অভিনেতা রয়েছেন, যিনি একটি সিনেমায় অতিথি চরিত্রের অভিনয় করার জন্য প্রতি মিনিটে ৪ কোটি ৩৫ লাখ রুপি নিয়েছিলেন। আইএমডিবি
মাত্র ৮ মিনিটের জন্য তিনি নিয়েছিলেন ৩৫ কোটি রুপি পারিশ্রমিক। এই অভিনেতা আর কেউ নন, অজয় দেবগন। ‘আরআরআর’ সিনেমায় অভিনয় করে এ পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। আইএমডিবি
সিনেমায় মাত্র ৮ মিনিটের উপস্থিতির জন্য অজয় যে পারিশ্রমিক নিয়েছিলেন, তা এখন পর্যন্ত ভারতীয় সিনেমার ইতিহাসে সব চেয়ে ব্যয়বহুল অতিথি চরিত্র। আইএমডিবি