‘অ্যানিমেল’ ও ‘কবীর সিং’-এর নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা আবার ফিরেছিলেন তেলেগু সিনেমায়। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন দক্ষিণি সুপারস্টার প্রভাস। ছবির নাম ‘স্পিরিট’। প্রথমে জানানো হয়েছিল, ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।
গত সপ্তাহে খবর রটে, দীপিকা এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। খবর অনুযায়ী, দীপিকার ‘অত্যধিক’ দাবির কারণেই নাকি সন্দীপ এমনটা করেছেন। দীপিকার দাবি ছিল, তিনি মাত্র আট ঘণ্টা কাজ করবেন। একটু বেশিই জটিল হয়ে ওঠে যখন অভিনেত্রী ছবির লাভের একটা বড় অংশ চেয়ে বসেন।
দীপিকা তেলেগু ভাষায় সংলাপ ডাব করতেও নাকি অস্বীকার করেন। এরপর ছবিতে দীপিকার বদলে যুক্ত হয়েছেন তৃপ্তি দিমরি। এই ইস্যুকে কেন্দ্র করে সন্দীপ ও দীপিকার ভক্তদের ‘ভার্চ্যুয়াল যুদ্ধ’ও হয়েছে। বহুল চর্চিত এই ইস্যুতে এবার কথা বললেন অজয় দেবগন।
মা হওয়ার পর দীপিকা আট ঘণ্টার বেশি কাজ করতে নারাজ, আট ঘণ্টার বেশি তিনি কাজ করবেন না—এই মর্মে তিনি সিনেমাটিতে কাজ করার জন্য রাজি হয়েছিলেন। তবে দীপিকার এই কথা একেবারেই মানতে নারাজ ছিলেন পরিচালক। দীপিকার এই শর্তগুলোকে ‘নারীবাদী’ তকমা দিয়ে তাঁকে ছবি থেকে বাদ দিয়ে দেন সন্দীপ।
তবে দীপিকার আট ঘণ্টার কাজের বিষয়টিকে পরিচালক যতই নারীবাদ বলে আখ্যা দেন না কেন, এ ব্যাপারে এবার দীপিকার পাশেই দাঁড়ালেন অজয় দেবগন। সম্প্রতি ‘মা’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দেবগন ও কাজল।
অনুষ্ঠানে কর্মরত মায়েদের আট ঘণ্টা কাজের ব্যাপারে জিজ্ঞাসা করায় কাজল বলেন, ‘আমার মনে হয় এটা খুব ভালো প্রস্তাব।’ তবে কাজল আরও কিছু বলার আগেই তাঁকে থামিয়ে দিয়ে অজয় বলেন, ‘এতে খারাপ কিছু নেই। বেশির ভাগ সৎ চলচ্চিত্র নির্মাতাদের এই প্রস্তাবে অসুবিধা হওয়ার কথা নয়। যেকোনো ক্ষেত্রেই মায়েরা ৮ থেকে ৯ ঘণ্টার শিফটে কাজ করেন। এটাই স্বাভাবিক।’
তবে এই ঘটনা নিয়ে বিস্তর চর্চা হলেও দীপিকা মুখ খোলেননি।