নওয়াজুদ্দিন সিদ্দিকী ও রণবীর সিং
নওয়াজুদ্দিন সিদ্দিকী ও রণবীর সিং

রণবীরের অভিনয়ের প্রথম শিক্ষক ছিলেন নওয়াজুদ্দিন

২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। ছবিটি বক্স অফিসে সুবিধা না করতে পারলেও পরিচালকদের নজরে আসেন এই অভিনেতা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, আজ তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকাদের একজন। তবে জানেন কী, এ সাফল্যের পেছনে রয়েছে বলিউডের একজন অভিনেতার হাত? অভিষেকের আগে রণবীর প্রশিক্ষণ নিয়েছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কাছে।

সম্প্রতি পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন নওয়াজুদ্দিন। একজন অভিনেতার পাশাপাশি তিনি যে একজন প্রশিক্ষক, সে কথাও জানান। তিনি জানান, অনেক অভিনেতার পাশাপাশি রণবীর সিংকেও অভিনয়ের জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি।
নওয়াজ বলেন, ‘২০১২ সালে “গ্যাংস অব ওয়াসিপুর”–এর সাফল্যের পর জনপ্রিয়তা পাই আমি। যদিও তার আগে অনেক ছবিতে অভিনয় করেছিলাম। ওই সময় শুধু অভিনয় নয়, নবাগতদের অভিনয়ের প্রশিক্ষণ দিতাম। ২০১০ সালে কিছু সময়ের জন্য রণবীর সিংকেও প্রশিক্ষণ দিয়েছিলাম। তখন ও প্রায়ই আমার কাছে আসত অভিনয় শেখার জন্য। আমার কাছে অভিনয় শিখতে স্বচ্ছন্দ বোধ করত ও।’
তবে রণবীরের সাফল্যের কৃতিত্ব নিতে নারাজ নওয়াজ। বরং তিনি বলেন, ‘রণবীর ভীষণ ভালো একজন অভিনেতা। অভিনয় শেখানো যায় না, প্রতিভা থাকতে হয়। আপনি শুরুতে পথ দেখিয়ে দিতে পারেন, বাকিটা নিজেকেই গড়ে নিতে হয়।’

সিনেমার দৃশ্যে নওয়াজুদ্দিন সিদ্দিকী। আইএমডিবি

উল্লেখ্য, সম্প্রতি ওটিটি প্লাটফর্ম জি–ফাইভে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘কোস্টাও’। এতে একজন কাস্টমস কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজ। সেজল শাহ পরিচালিত এতে আরও অভিনয় করেছেন প্রিয়া বাপট, কিশোর, হুসেন দালাল ও মাহিকা শর্মা। আর আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন রণবীর। স্পাই থ্রিলার ঘরানার ছবিতে র এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবিতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও অক্ষয় খান্না।