জেদ্দায় তারার মেলা

সৌদি আরবের জেদ্দায় যেন বসেছিল তারকাদের মেলা। শাহরুখ খান, কাজল, কারিনা কাপুর খান থেকে সোনম কাপুর—কে নেই। বলিউড তারকারা ছাড়াও হাজির ছিলেন হলিউড ও মধ্যপ্রাচ্যের অভিনয়শিল্পীরা। জেদ্দায় তাঁদের আগমনের উপলক্ষ, দ্বিতীয় রেড সি চলচ্চিত্র উৎসব। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক উৎসবে হাজির তারকাদের ঝলক।

গত বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনীতে প্রদর্শিত হয় শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। এ উপলক্ষে হাজির হয়েছিলেন কাজল
ইনস্টাগ্রাম
উৎসবে দেখা যায় কারিনা কাপুর খান ও সাইফ আলী খান দম্পতিকে
উৎসবের লালগালিচায় হাজির প্রিয়াঙ্কা চোপড়া, জমে উঠতে আর কী চাই
মাতৃত্বকালীন বিরতিতে থাকায় অনেক দিনই প্রকাশ্যে দেখা মেলেনি সোনম কাপুরের। রেড সি চলচ্চিত্র উৎসবে পাওয়া গেল তাঁকে
ছিলেন মার্কিন অভিনেত্রী লুসি হলও
ইন্দোনেশিয়ার মডেল-অভিনেত্রী লুনা মায়া
ছিলেন প্রখ্যাত ফরাসি অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মিলানি লোহো
ভারতীয় সিনেমার সর্বকালের সেরা পরিচালকদের একজন শেখর কাপুর। রেড সি চলচ্চিত্র উৎসবে ছিলেন তিনিও
লেবাননের অভিনেত্রী নাদিন নাসিব
ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সিনথিয়া স্যামুয়েল