মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর
মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর

অভিনেত্রী হুমায়রার ফ্ল্যাটে রহস্যজনক সাদা পাউডার

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুর রহস্যের জট কিছুতেই খুলছে না। ৮ জুলাই করাচির একটি ফ্ল্যাট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের ধারণা, অন্তত ৮ থেকে ১০ মাস আগে হুমায়রার মৃত্যু হয়েছে।
জিও নিউজ জানিয়েছে, তল্লাশির সময় হুমায়রার ফ্ল্যাটে তিন থেকে চারটি মাটির পাত্রে রহস্যজনক সাদা পাউডার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই পাউডারের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পাউডারগুলোর উপস্থিতির যৌক্তিক কারণ বা ব্যাখ্যা মেলেনি। চূড়ান্ত কিছু বলার আগে রাসায়নিক বিশ্লেষণের ফলাফল অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।

মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর। ছবি: ইনস্টাগ্রাম

এর আগে করাচি বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাব রিপোর্ট প্রকাশ্যে এসেছে। হুমায়রার দেহের নমুনা পরীক্ষায় জানা গেছে, তাঁর শরীরে কোনো চেতনানাশক বা মাদক কিংবা বিষাক্ত কোনো উপাদানের অস্তিত্ব মেলেনি। গত শুক্রবার প্রকাশিত ল্যাব রিপোর্টে বলা হয়, হুমায়রার মৃত্যু স্বাভাবিক হওয়ার আশঙ্কা বেশি।
এর আগে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত পাওয়া প্রমাণ অনুযায়ী, অভিনেত্রীর মৃত্যু স্বাভাবিক কিংবা দুর্ঘটনার কারণে হতে পারে।

লাহোরের মেয়ে হুমায়রা ২০১৫ সালে মিডিয়ায় পথচলা শুরু করেন। ছোট পর্দায় ‘জাস্ট ম্যারেড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’ ও ‘চল দিল মেরে’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন। বড় পর্দায় কাজ করেছেন ‘জালিবি’ ও ‘লাভ ভ্যাকসিন’ (২০২১) চলচ্চিত্রে।
২০২২ সালে এআরওয়াই ডিজিটালের রিয়েলিটি শো ‘তমাশা ঘর’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন। ২০২৩ সালে ‘ন্যাশনাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস’-এ সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পান।