বিজয়। এক্স থেকে
বিজয়। এক্স থেকে

শাহরুখ, সালমান নন; টানা আটটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই তারকা

শাহরুখ খান ব্যর্থতা কাটিয়ে প্রবলভাবে ফিরছেন টানা তিনটি হিট সিনেমা দিয়ে, সালমান খান অবশ্য এখনো ব্যর্থতার চক্করেই ঘোরাফেরা করছেন। অক্ষয় কুমার অবশ্য ‘কেশরী ২’ দিয়ে ফেরার আভাস দিয়েছেন। তবে এক দক্ষিণি তারকা আছেন, যাঁর সিনেমা মানেই হিট। তাঁর অভিনীত আটটি সিনেমা টানা ২০০ কোটি রুপি বা তার বেশি ব্যবসা করেছে। কে এই তারকা? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

গত কয়েক বছরে এই অভিনেতার টানা আটটি সিনেমা ২০০ কোটি টাকার ব্যবসা করেছে, একটিও ফ্লপ হয়নি। কিন্তু এত সাফল্যের পরেও আগামী বছর চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন এই দক্ষিণি অভিনেতা। সাফল্যের দিক থেকে রজনীকান্তকে পেছনে ফেলে দিয়েছেন ইনি।

থালাপতি বিজয়

এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেতার টানা আটটি সিনেমা ২০০ কোটি রুপি আয়ের এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। এই তালিকায় নাম নেই সালমান খান অথবা অক্ষয় কুমারের মতো তারকাদের। নাম নেই শাহরুখেরও। ২০১০ সালের মাঝামাঝি সময়ে শাহরুখ ও সালমানের টানা ছয়টি সিনেমা ২০০ কোটি আয় করেছিল, শাহরুখের টানা তিনটি সিনেমা ২০০ কোটির আয়ের রেকর্ড রয়েছে। তবে এদের মধ্যে কেউ ছুঁতে পারেননি এই দক্ষিণি তারকার রেকর্ড।

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে। এই অভিনেতা হলেন তামিল তারকা থালাপতি বিজয়, যার সিনেমা ২০ বছর ধরে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। শুধু তা–ই নয়, ১০ বছর ধরে ধারাবাহিকভাবে হিট সিনেমা দিয়ে বড় তারকাদের পেছনে ফেলে দিয়েছেন এই অভিনেতা।

থালাপতি বিজয়

২০১৭ সালে অ্যাটলির ‘মার্শাল’ ছবিতে অভিনয় করেছিলেন, যেটি ছিল প্রথম ২০০ কোটি রুপি আয় করা ছবি। এরপর ‘সরকার’, ‘বিগিল’, ‘মাস্টার’, ‘বিস্ট’, ‘ভারিসু’, ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’, এই সব কটি সিনেমা ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।

বিজয়ের ‘লিও’ ২০০ কোটি নয়; বক্স অফিসে আয় করেছিল ৬০৫ কোটি রুপি। এই রেকর্ড ভেঙে দেয় রজনীকান্তের ‘জেলার’ ছবির রেকর্ডও। বিজয়ের সর্বশেষ ছবি ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি।

২০২৪ সালের ২ ফেব্রুয়ারি বিজয় তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম প্রতিষ্ঠা করেন। তখনই জানিয়ে দেন, আর একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। সে সিনেমাটি ২০২৬ সালের ৯ জানুয়ারি। এতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে ও ববি দেওল।