
তিন দশক আগে, ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় হাস্যরসাত্মক সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’। আমির খান ও সালমান খানের রসায়ন, কারিশমা কাপুর ও রাভিনা ট্যান্ডনের উপস্থিতি এবং কল্পনাপ্রসূত চরিত্র ‘ক্রাইম মাস্টার গোগো’ কিংবা ‘তেজা’ হয়ে ওঠে সময়ের ধারার বাইরে দাঁড়িয়ে থাকা কিছু চিরস্মরণীয় উপাদান।
তবে এত বছর পর সিনেমাটি আলোচনায় এসেছে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে; আইনি সুরক্ষা ও মেধাস্বত্ব সংরক্ষণের প্রশ্নে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বিনয় পিকচার্সের প্রয়াত প্রযোজক বিনয় সিনহার সন্তান শান্তি বিনয়কুমার সিনহা দিল্লি হাইকোর্টে অভিযোগ করেন যে সিনেমাটির সংলাপ, চরিত্র, এমনকি নাম ও পোশাক পর্যন্ত অনুমতি ছাড়াই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে—ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, রিলস কিংবা বিজ্ঞাপনচিত্রে।
দিল্লি হাইকোর্টের অন্তর্বর্তী আদেশে জানানো হয়েছে, ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সংলাপ, চরিত্র, নাম, পোশাক বা যেকোনো দৃশ্যমান উপাদান কেউ অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। এমন কিছু ঘটলে মালিকপক্ষ ভবিষ্যতেও আইনি ব্যবস্থা নিতে পারবে। এই রায়কে কেবল এই একটি সিনেমার ক্ষেত্রে নয়, বরং বলিউডসহ সমগ্র ভারতীয় চলচ্চিত্রশিল্পে মেধাস্বত্ব নিয়ে চলমান এক ধরনের অবহেলার বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
‘তেজা ম্যায় হুঁ, মার্ক ইধার হ্যায়’, ‘আয়েলা!’ কিংবা ‘ক্রাইম মাস্টার গোগো নাম হ্যায় মেরা’ ইত্যাদি সংলাপ বিগত কয়েক বছরে জনপ্রিয়তা পেয়েছে মিম-সংস্কৃতির সৌজন্যে। বিভিন্ন ব্র্যান্ড এমনকি স্টার্টআপগুলোও সৃজনশীলতার ছলে ব্যবহার করেছে এসব লাইন তাদের পণ্যের বাণিজ্যিকীকরণ বা ভিডিও কনটেন্টে। কিন্তু এখন থেকে এসব ব্যবহার করতে হলে নিতে হবে অনুমতি। না হলে আইনি জটিলতার শিকার হতে পারে প্রতিষ্ঠান বা কনটেন্ট নির্মাতারা।
সমালোচকদের মতে, এই রায় যেন সিনেমা নির্মাতাদের জন্য একধরনের বার্তা: তাঁদের সৃজনশীল কাজও আইনের চোখে মূল্যবান ও সুরক্ষাযোগ্য। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে যেখানে ‘উন্মুক্ত কনটেন্ট’-এর নামে প্রায় সবকিছুই ব্যবহার করা হয়, সেখানে এই আদেশ সিনেমা ও শিল্পীর সৃষ্টিকে মর্যাদা দেওয়ারই নির্দেশনা। কেননা সিনেমা এখন কেবল শিল্প নয়, বড়সড় এক বাণিজ্যিক প্ল্যাটফর্মও। সিনেমার সংলাপ, গান, চরিত্র, এমনকি পোস্টার—সবই পণ্যের মতোই ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। সে কারণে এমন পদক্ষেপ শুধু আইন রক্ষার বিষয় নয়, এটি সৃষ্টিশীল অর্থনীতির স্বীকৃতিও বটে।