অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ইনস্টাগ্রামে বরাবরই সক্রিয় তিনি। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে থাকল আরও তথ্য।
বিনোদন ডেস্ক
আজ এটিসহ আরও কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিশা পাটানি
বিজ্ঞাপন
২১ ঘণ্টার ব্যবধানে এসব ছবিতে ৩ লাখ ৩০ হাজার ‘রিঅ্যাক্ট’ পড়েছে
গত ২১ আগস্ট এটিসহ আরও কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। দুই সপ্তাহের ব্যবধানে সাড়ে ৭ লাখের বেশি রিঅ্যাক্ট পড়েছেহিন্দি সিনেমায় আলোচিত হলেও দিশা পাটানির অভিষেক দক্ষিণি ছবিতে
১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে জন্ম তাঁর। বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা, মা চাকরি করতেন স্বাস্থ্য বিভাগে২০১৫ সালে তেলেগু সিনেমা ‘লোফার’ দিয়ে অভিনয়ে অভিষেক। হিন্দি সিনেমায় প্রথম দেখা যায় নীরজ পান্ডের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে। এ ছবিতে মহেন্দ্র সিং ধোনির প্রেমিকার চরিত্রে দেখা যায় দিশাকেস্কুল ও কলেজে দিশা পরীক্ষায় ভালো ফল করেছিলেন, চেয়েছিলেন বিমানবাহিনীতে ক্যারিয়ার গড়তে। তবে মডেলিং শুরুর পর ধীরে ধীরে অভিনয়েই ক্যারিয়ার গড়েনগত এক দশকে প্রধান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি দিশা। তবে তাঁকে দেখা গেছে ‘বাঘি ২ ’, ‘রাধে’, ‘ভারত’, ‘এক ভিলেন রিটার্নস’, ‘মালাং’, ‘কল্কি ২৮৯৮ এডি’ ইত্যাদি সিনেমায়; যেগুলো কমবেশি আলোচিত হয়েছেনিজের সব সিনেমার মধ্যে দিশা অবশ্যই মনে রাখবেন ‘ভারত’-এর কথা। সালমান খানের সঙ্গে এ সিনেমায় তাঁর অভিনীত গান আলোচিত হয়েছিল তবে সিনেমার চেয়ে সম্পর্কের কারণে বেশি আলোচনায় ছিলেন দিশা। টাইগার শ্রফের সঙ্গে তাঁর প্রেম নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে