আমির খান। এএফপি
আমির খান। এএফপি

আমিরের ৪ ফ্ল্যাটের ভাড়া ৩৫ লাখ টাকা

মুম্বাইয়ে পালি হিলে ২৪ দশমিক ৫ লাখ রুপিতে (প্রায় ৩৫ লাখ টাকা) চারটি ফ্ল্যাট ভাড়া নিলেন আমির খান। এর পর থেকেই তাঁর নতুন ফ্ল্যাট ভাড়ার হেতু নিয়ে চর্চা চলছে। অনেকেই বলছেন, বর্তমান প্রেমিকা গৌরীর সঙ্গে বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। তবে জানা গেছে, আসল কারণ অন্য কিছু। খবর হিন্দুস্তান টাইমস

সম্পত্তির রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, বলিউড অভিনেতা আমির খান মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। পালি হিলের নার্গিস দত্ত রোডে উইলনোমনা অ্যাপার্টমেন্ট নামের একটি সোসাইটিতে এই অ্যাপার্টমেন্টগুলো অবস্থিত।

আমির খান। এএফপি

সূত্র থেকে জানা গেছে, আমির খান বর্তমানে যে হাউজিং সোসাইটিতে থাকেন, সেটাতে কিছু পুনর্নির্মাণের কাজ চলছে। ভার্গো কো–অপারেটিভ হাউজিং সোসাইটি, যেখানে আমির খানের প্রায় ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে, এগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে।

ওয়াধওয়া গ্রুপ, এমআইসিএল ও চন্দক গ্রুপের যৌথ উদ্যোগে অ্যাটমোস্ফিয়ার রিয়েলটি এ প্রকল্পটি হাতে নিচ্ছে। পুনর্নির্মিত বিল্ডিংটি হাই–এন্ড সেগমেন্টে অতিবিলাসবহুল সি ফেসিং অ্যাপার্টমেন্ট হবে; যার দাম প্রতি বর্গফুট এক লাখ রুপি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আমির খান যেখানে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, সেখানে শাহরুখ খান ও তাঁর পরিবারের অস্থায়ী বাড়িও কাছাকাছি। শাহরুখও মান্নাত ছেড়ে ভাড়া বাসায় উঠেছেন। কারণ, সেখানেও সংস্কারকাজ চলছে।

২০২৫ সালের মে মাস থেকে ২০৩০ সালের মে মাস পর্যন্ত, পাঁচ বছরের জন্য এ চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির খান। বান্দ্রার পালি হিল মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল এলাকা। এটি অনেক বলিউড সেলিব্রিটি ও বিত্তশালী ব্যক্তিদের আবাসস্থল হিসেবে বিখ্যাত।