গত রাতে মুম্বাইয়ে বসেছিলে পিংকভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকন অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের তারকা। এএনআই অবলম্বনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আয়োজনের একঝলক।
স্ত্রী শাবানা আজমিকে নিয়ে এসেছিলেন জাভেদ আখতার। এএনআইঅভিনেত্রী নেহা ধুপিয়াও ছিলেন, সঙ্গে ছিলেন তাঁর স্বামী আরঙ্গ বেদী। এএনআইএই আয়োজনে পাওয়া গেল অনিল কাপুরকেও। এএনআই