
সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ বটে কিন্তু চলতি শতকেই ‘লগান’, ‘রং দে বসন্তী’, ‘৩ ইডিয়টস’, ‘পিকে’সহ মনে রাখার মতো অনেক সিনেমা উপহার দিয়েছেন আমির খান। কিন্তু জানেন কি, এমন অনেক সিনেমাই আমির ফিরিয়ে দিয়েছেন যেগুলোর কোনোটি পরে সুপারহিট হয়, কোনোটি হয় আলোচিত। ফিল্মফেয়ার অবলম্বনে জেনে নেওয়া যাক এমন সাত সিনেমার খবর।
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।
‘ডর’
১৯৯৩ সালে মুক্তি পায় সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘ডর’। যশ চোপড়া পরিচালিত এ সিনেমায় খলনায়ক চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে। সিনেমায় ছিলেন সানি দেওল ও জুহি চাওলাও। এই সিনেমার প্রস্তাব পাওয়ার পরও ফিরিয়ে দেন আমির। শাহরুখ খান অভিনীত চরিত্রটি প্রথম অজয় দেবগন, পরে যায় আমিরের কাছে। কিন্তু প্রধান চরিত্র না হওয়ায় সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা। পরে সিনেমাটি করে নজর কাড়েন শাহরুখ খান।
‘হাম আপকে হ্যায় কৌন...!’
সুরজ বরজাতিয়ার আলোচিত সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়। ১৯৯০–এর দশকের অন্যতম আলোচিত সিনেমা ছিল এটি।
রোমান্টিক মিউজিক্যাল ড্রামা সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যায় মাধুরী দীক্ষিত ও সালমান খানকে। প্রধান চরিত্রে আমির প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু খুঁতখুঁতে স্বভাবের আমিরের কাছে চিত্রনাট্য পছন্দ হয়নি। তাই চরিত্রটি প্রস্তাব ফিরিয়ে দেন।
‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’
১৯৯৫ সালে মুক্তি পাওয়া আদিত্য চোপড়ার সিনেমাটি নিয়ে এখনো কথা হয়। শাহরুখ ও কাজল জুটির এই রোমান্টিক সিনেমার প্রতিটি দৃশ্য, গান, সংলাপ ভক্তদের মুখে মুখে ফেরে। ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস থেকে শুরুতে আমিরকেই এ সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু যেকোনো কারণেই হোক ছবির প্রস্তাব ফিরিয়ে দেন আমির। একই বছর আমির অভিনীত ‘রঙ্গিলা’ সিনেমাটিও মুক্তি পায়।
‘স্বদেশ’
২০০৪ সালে আশুতোষ গোয়াড়িকরের ‘স্বদেশ’ সিনেমার প্রস্তাব পেয়েছিলেন আমির। এই নির্মাতা ও অভিনেতা জুটি আগে একসঙ্গে ‘লগান’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন। অনেকেই ভেবেছিলেন তাঁদের হয়তো পরে আবার দেখা যাবে অন্য কোনো সিনেমায়। কিন্তু আমিরের কাছে এ সিনেমার চিত্রনাট্য পছন্দ হয়নি; ফলে প্রিয় নির্মাতাকেও না বলে দেন তিনি। পরে সিনেমাটি করেন শাহরুখ খান। তবে সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি।
‘সঞ্জু’
রাজকুমার হিরানির বহুল চর্চিত সিনেমা। বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে নির্মিত এ সিনেমায় সঞ্জয় হন রণবীর কাপুর। নির্মাতা রাজকুমার হিরানি ও অভিনেতা আমির খানের রসায়নের কথা অনেকেরই জানা।
এ ছবির প্রস্তাবও তাই শুরুতে আমিরের কাছেই এসেছিল। ছবির চিত্রনাট্যও দারুণ পছন্দ করেন অভিনেতা। কিন্তু আমিরের মনে হয়েছে, সঞ্জয়ের চরিত্রে তাঁকে মানাবে না; তাই বিনয়ের সঙ্গে ‘না’ বলেন। পরে চরিত্রটি করেন রণবীর কাপুর। সিনেমাটি যে সুপারহিট হয়েছিল, সে কথা বলা বাহুল্য।
‘২.০’
২০১৮ সালে মুক্তি পায় এস শঙ্করের বহুল আলোচিত সিনেমা ‘২.০’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন রজনীকান্ত। এ চরিত্রের জন্য শুরুতে নির্মাতারা আমিরের কথাই ভেবেছিলেন।
এমনকি রজনীকান্তও চরিত্রটি করার জন্য আমিরকে অনুরোধ করেন। আমির রজনী ও শঙ্কর দুজনকেই খুব পছন্দ করেন কিন্তু তারপরও সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ, আমির চোখ বন্ধ করলেই চরিত্রটিতে রজনীকান্তকে দেখতে পাচ্ছিলেন। শেষ পর্যন্ত রজনীই সিনেমাটি করেন, প্রেক্ষাগৃহে মুক্তির পর হিটও হয়।