অমিতাভ বচ্চন রোববার মুম্বাইতে তাঁর নিবাস জলসার বাইরে এসে ভক্তদের দেখা দেন। শাহরুখ অবশ্য এভাবে নিয়ম মেনে ভক্তদের দেখা দেন না। তবে নিজের জন্মদিনে ভক্তদের বঞ্চিত করেন না, ঠিকই হাজির হন মান্নাতের বারান্দা। ঈদেও তাঁর দেখা পান ভক্তরা। তবে গতকাল শনিবার অভিনেতার জন্মদিন ছিল না, ঈদের দিনও ছিল না। তবে কেন হাজির হলেন শাহরুখ?আগামী রোববার টিভি প্রিমিয়ার হবে শাহরুখের সিনেমা ‘পাঠান’-এর। এ উপলক্ষে মান্নাতের বাইরে জড়ো হন শাহরুখ-ভক্তরা। একই ধরনের টি-শার্ট পরে এসেছিলেন তাঁরা, উদ্দেশ্য বিশ্ব রেকর্ড করা। ৩০০ ভক্ত মিলে হাত ছড়িয়ে শাহরুখের সেই আইকনিক পোজ দেন, একসঙ্গে এতজনের বিশেষ একটি পোজ দেওয়ার ঘটনা এই প্রথম। ফলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম ওঠে শাহরুখ-ভক্তদের