চিত্রনাট্য পছন্দ না হওয়া, অন্য সিনেমার শুটিং সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়াসহ নানা কারণে অনেক সিনেমাই ফিরিয়ে দেন অভিনয়শিল্পীরা। পরে দেখা যায়, সেসব সিনেমার অনেকগুলোই ব্যবসায়িক সাফল্য পায়। আমির খানের ক্যারিয়ারের এমন অনেক সিনেমা আছে যেগুলো তিনি ফিরিয়ে দেওয়ার পর হিট হয়েছিল। হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক এমন একটি সিনেমার কথা।
ছবিটি হলো ‘হাম আপকে হ্যায় কৌন’, যা ১৯৯৪ সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন সুরজ বরজাতিয়া; চিত্রনাট্যও তাঁরই।
ছবিতে প্রধান চরিত্রে ছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত। তবে সালমানের আগে ছবিটিতে আমিরকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমিরের চিত্রনাট্যটি খুব একটা পছন্দ হয়নি। কিছুদিন সময় নিয়ে তিনি ছবিটির প্রস্তাব ফিরিয়ে দেন।
পরে সুরজ যোগাযোগ করেন সালমানের সঙ্গে। তিনি রাজি হন। ছবিটি মুক্তি পাওয়ার পর সালমানের ভাগ্যই বদলে যায়। ছবিটি কেবল সালমানের ক্যারিয়ারই গড়ে দেয়নি বরং এটি ছিল নব্বই দশকের অন্যতম হিট হিন্দি সিনেমা।
শুধু তাই নয়, ‘হাম আপকে হ্যায় কৌন’ ভারতে ১০০ কোটি রুপির বেশি আয় করা প্রথম ছবি। এটি ১৯৯০ দশকের সর্বোচ্চ আয় করা সিনেমাও বটে।
ছবিটি মাত্র ৬ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছিল। মুক্তির পরে বক্স অফিসে এটি ১২৮ কোটি রুপি আয় করেছিল। ছবির গানগুলোও হিট হয়েছিল। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয় ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ গানটি।