
সারা আলী খান, অনন্যা পান্ডে থেকে জাহ্নবী কাপুর—বলিউডের ‘জেন–জি’ তারকারা পাদপ্রদীপের আলোয় রয়েছেন। তারকাখ্যাতিতে অনেককেই পেছনে ফেলেছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ারের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। ‘জেন–জি’ তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার? এমন একটি তালিকা প্রকাশ করেছে ডেইলি জাগরণ।
১০. খুশি কাপুর
বড় বোন জাহ্নবী কাপুরের পথ ধরে অভিনয়ে নাম লেখান খুশি কাপুর। ২০২৩ সালে মুক্তি পাওয়া নির্মাতা জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমায় অভিষেক ঘটে খুশির।
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি। আইএমডিবির তথ্য অনুসারে, ২৫ বছর বয়সী খুশির ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১৮ লাখের মতো।
৯. মেধা শংকর
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন তরুণ অভিনেত্রী মেধা শংকর। সিনেমাটি দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ইনস্টাগ্রামে মেধার ফলোয়ার ২০ লাখের মতো।
৮. শানায়া কাপুর
নির্মাতা সন্তোষ সিংয়ের ‘আঁখো কী গুস্তাগিয়াঁ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটেছে শানায়া কাপুরের। গত ১১ জুলাই মুক্তি পাওয়া সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি।
সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা শানায়া ‘স্টার কিড’ হিসেবে আগে থেকেই পরিচিত। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৪ লাখের মতো।
৭. ইশান খাট্টার
২০১৭ সালে প্রখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ দিয়ে বলিউডে নাম লেখান ইশান খাট্টার। ২০১৮ সালে ‘ধড়ক’ দিয়ে খ্যাতি পান। পরবর্তী সময় ‘আ সুইটেবল বয়’, ‘ফোন ভূত’–এ অভিনয় করে আলাদা পরিচিতি পান। ইশান খাট্টারের ফলোয়ারের সংখ্যা ৩০ লাখের মতো।
৬. রাশা থাডানি
এই বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আজাদ’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে রাশা থাডানির। তবে সিনেমাটি মুক্তির আগে থেকেই ‘স্টার কিড’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। রাশা থাডানি বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কন্যা। রাশার ফলোয়ারের সংখ্যা ৩৩ লাখের মতো।
৫. সুহানা খান
২০২৩ সালে মুক্তি পাওয়া নির্মাতা জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। তবে অভিনয়ে নাম লেখানের আগে থেকেই তারকাখ্যাতি পেয়েছেন তিনি। তাঁর ফলোয়ার ৬০ লাখের মতো।
৪. নিতাংশী গোয়েল
কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন নিতাংশী গোয়েল। সিনেমায় ফুলকুমারী চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন ১৮ বছর বয়সী এই তারকা। এর আগে টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। নিতাংশীর ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৬ লাখ।
৩. জাহ্নবী কাপুর
২০১৮ সালে ‘ধড়ক’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে শ্রীদেবী–কন্যা জাহ্নবী কাপুরের। সাত বছরের ক্যারিয়ারে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’, ‘বাওয়াল’, ‘মিলি’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে জাহ্নবীকে। তাঁর ফলোয়ারের সংখ্যা ২ কোটি ৬০ লাখের মতো।
২. অনন্যা পান্ডে
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে নাম লেখান অনন্যা পান্ডে। ছয় বছরের ক্যারিয়ারে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। তাঁর ফলোয়ারের সংখ্যা ২ কোটি ৬২ লাখের মতো।
১. সারা আলী খান
তালিকার শীর্ষে রয়েছেন তরুণ অভিনেত্রী সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ দিয়ে অভিনয়ে নাম লেখান সাইফ আলী খানের কন্যা। সাত বছরের ক্যারিয়ারে ‘সিমবা’, ‘জারা হাটকে যারা বাঁচকে’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সারা। তাঁর ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৫৪ লাখের মতো।