ইনস্টা নামের গ্রামে অনন্যা

এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ‘ড্রিম গার্ল’ সিনেমায় পরি নামের এক আইনজীবী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পান্ডে। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
দর্শকের প্রশংসা পেলেও নিজের কাজ নিয়ে কখনোই সন্তুষ্ট নন বলে জানান অনন্যা। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সব সময়ই নির্মাতার স্বীকৃতির জন্য অপেক্ষা করি। আমি আমার কাজ নিয়ে কখনোই সন্তুষ্ট নই। আমি সব সময় মনে করি, আরও ভালো করা উচিত।’
ছবি: ইনস্টাগ্রাম
‘ড্রিম গার্ল ২’ সিনেমাটি ২৫ আগস্ট মুক্তি পেয়েছে। কমেডি ঘরানার সিনেমাটি বক্স অফিসেও ভালোই ব্যবসা করছে
মাত্র চার বছরের ক্যারিয়ারে আলাদা নজর কেড়েছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমা দিয়ে বলিউডে নাম লেখান অনন্যা
২৪ বছর বয়সী এই অভিনেত্রীকে সামনে ‘খো গায়ে হাম কাহাঁ’ সিনেমায় পাওয়া যাবে