মৌনি রায়। ইনস্টাগ্রাম থেকে
মৌনি রায়। ইনস্টাগ্রাম থেকে

একটা ভয় মৌনিকে তাড়া করে

ছোট পর্দায় ‘নাগিন’রূপে দর্শকের মন জয় করেছিলেন বাঙালি কন্যা মৌনি রায়। এবার ভূতনি হয়ে আসছেন। নতুন ছবি ‘দ্য ভূতনি’ নিয়ে কথা বলতে গিয়ে মৌনি জানালেন নিজের ভেতরের দুটি ভয়ের কথা।
কী সেই ভয়? অভিনেত্রীর জবাব, ‘দুটি ভয়ের কথা না বললেই নয়। এর মধ্যে একটা ভয়কে আমি জয় করেছি। আরেকটা ভয় আমাকে সব সময় তাড়া করে বেড়ায়। যে ভয় আমি জয় করতে পারিনি, সেটা হলো মানুষকে হারানোর ভয়। তাই বোধ হয় আমি জীবনকে খুব ভালোবাসি। আর কাছের মানুষ ও প্রিয়জনদের হাত শক্ত করে ধরে থাকি। ওদের আঁকড়ে থাকি। কারণ, খুব কম বয়সে আমি আমার অত্যন্ত কাছের মানুষদের হারানোর যন্ত্রণা পেয়েছি। আমি যখন আমার প্রিয় বন্ধুকে হারাই, তখন আমার বয়স ছিল ২৩। আর মাত্র ২৪ বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি। আহা, সেকি হারানোর ভয়! এই ভয়টা আমি কোনো দিন পুরোপুরি জয় করতে পারব বলে মনে করি না।’

মৌনি আরও বলেন, ‘আমি যে ভয় জয় করেছি, সেটা হলো জাজ করা। এখন মানুষ আমার ব্যাপারে কী ভাবল বা কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। কারণ, আমার ভালো বা মন্দ সময়ে এরা কেউই আমার পাশে থাকবে না।

মৌনি রায়। ইনস্টাগ্রাম থেকে

তাই নিজের কাছের মানুষ এবং প্রকৃত বন্ধু কে, তা জানা খুব প্রয়োজন। এমন মানুষদের চেনা প্রয়োজন, যাঁরা আপনার ব্যাপারে সত্যিই ভাবেন। তাই শুধু সেসব মানুষদেরই জীবনে গুরুত্ব দিন আর তাঁদের অগ্রাধিকার দিন। আর অবশ্যই নিজেকে গুরুত্ব দিন।’

‘দ্য ভূতনি’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করছেন মৌনি। এত বড় তারকার সঙ্গে কাজ করে দারুণ খুশি এই অভিনেত্রী, ‘আমি সঞ্জয় স্যারের অনেক বড় ভক্ত। আর ওনাকে চান না, এমন কেউ কি আছেন? অভিনেতা হিসেবে এত অভিজ্ঞ হয়েও সেটে বিন্দুমাত্র তা প্রকাশ করতেন না। আমাদের যখনই প্রয়োজন পড়েছে, আমাদের গাইড করেছেন।’

মৌনির ভাষ্যে, ‘স্বাভাবিকভাবেই ওনার মতো বড় মানুষের সামনে আমার বেশ ভয় লাগছিল। শুরুতে আমি বেশ ভয়ে ভয়ে ছিলাম। উনি তা বুঝতে পেরে আমাকে সহজ করে দিয়েছিলেন। আমাদের সবার সামনে এক রোল মডেল হিসেবে উনি ছিলেন।’

মৌনি রায়

সিদ্ধান্ত সচদেব পরিচালিত ভৌতিক হাসির ছবিটিতে সঞ্জয় দত্ত ও মৌনি ছাড়া আছেন পালক তিওয়ারি, সানি সিং প্রমুখ। গত ১ মে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘দ্য ভূতনি’।