
বাবা সঞ্জয় কাপুর, মা মাহীপ কাপুর; অন্য তারকা–সন্তানের মতো তিনিও এসেছেন অভিনয়ে। তবে অভিনয়ে আসার আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় তিনি। এই তরুণ অভিনেত্রী শানায়া কাপুর। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক শানায়া সম্পর্কে কিছু তথ্য–