ঐশ্বরিয়ার ৫০, অভিনেত্রীর এই পাঁচ সিনেমা দেখেছেন কী

১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড জিতে পাদপ্রদীপের আলোয় চলে আসেন ঐশ্বরিয়া রাই। অভিনয় শুরু আরও তিন বছর পর। এরপর পেরিয়ে গেছে দুই যুগের বেশি সময়। আজ অভিনেত্রীর ৫০তম জন্মদিন। ১৯৭৩ সালের আজকের দিকে কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্ম হয় তাঁর। জন্মদিন উপলক্ষে এনডিটিভি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রীর উল্লেখযোগ্য পাঁচটি সিনেমার খবর।
ইরুভার—মনি রত্নমের এই তামিল সিনেমা নিয়ে অভিনয়ে অভিষেক হয় ঐশ্বরিয়ার। ছবিটি ছিল তিন রাজনীতিবিদের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। প্রথম সিনেমাতেই তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। একই সঙ্গে শুরু হয় ঐশ্বরিয়া-মনি রত্নম—অভিনয়শিল্পী-পরিচালক দারুণ এক জুটিরও। আইএমডিবি
ইরুভার—মনি রত্নমের এই তামিল সিনেমা নিয়ে অভিনয়ে অভিষেক হয় ঐশ্বরিয়ার। ছবিটি ছিল তিন রাজনীতিবিদের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। প্রথম সিনেমাতেই তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। একই সঙ্গে শুরু হয় ঐশ্বরিয়া-মনি রত্নম—অভিনয়শিল্পী-পরিচালক দারুণ এক জুটিরও। আইএমডিবি
হাম দিল দে চুকে সনম— প্রথমবার সঞ্জয় লীলা বানসালির সঙ্গে সিনেমা করেন ঐশ্বরিয়া। মুক্তির পর ‘হাম দিল দে চুকে সনম’ দর্শক-সমালোচকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। সেটা এতটাই যে দুই দশকের বেশি সময় পরও হিন্দি রোমান্টিক সিনেমা নিয়ে কথা উঠলে এ সিনেমার কথা চলে আসে। এ ছবিতে নন্দিনী চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। আইএমডিবি
দেবদাস—সঞ্জয় লীলা বানসালির সিনেমাটিতে পার্বতী চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। যা তাঁকে ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। অনেকের মতে, ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় তিনি এ সিনেমাতেই করেছিলেন। আইএমডিবি
গুরু—দুর্দান্ত অভিনয় করেছেন—এটা ছাড়াও আরও একটি কারণে ঐশ্বরিয়া এ সিনেমাকে আজীবন মনে রাখবেন। সেটা হলো, মনি রত্নম পরিচালিত এ সিনেমায় অভিনয়ের সময়ই অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর প্রেম হয়। সুতাজা দেসাই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, ফিল্মফেয়ারে পেয়েছিলেন সেরা অভিনেত্রীর মনোনয়ন। আইএমডিবি
পোন্নিইন সেলভান ১—এনডিটিভির করা তালিকায় ঐশ্বরিয়ার সেরা পাঁচ সিনেমার তালিকার তিনটিরই পরিচালক মনি রত্নম। নন্দিত এই পরিচালকের ‘পোন্নিইন সেলভান ১’ মুক্তি পায় গত বছর। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসার সঙ্গে জিতে নেয় সমালোচকদের মনও। ছবিতে নন্দিনী/মন্দাকিনি দেবীর চরিত্রে অভিনয় করে ঐশ্বরিয়া প্রমাণ করেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। আইএমডিবি