নাট্যশালায় দেখানো হবে ১০ তরুণের সিনেমা

১০ তরুণ নির্মাতার সিনেমার বিশেষ প্রদর্শনী
১০ তরুণ নির্মাতার সিনেমার বিশেষ প্রদর্শনী

ফ্রেন্ডলি নেইবারহুডের আয়োজনে ১০ তরুণ নির্মাতার সিনেমার বিশেষ প্রদর্শনী আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল ৫টায় সিনেমাগুলো দেখানো হবে।

আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন, এমন ১০ তরুণ সিনেমাগুলো বানিয়েছেন। দীর্ঘদিন ধরে যাঁরা সিনেমা বানানোর স্বপ্ন দেখছেন। সময় বা অর্থের কারণে সেটা কখনো কঠিন হয়েছে। তাঁরাই স্বপ্নের টানে মিলিত হয়েছেন একসুতায়। ১৯ জনের একটি টিম নিয়ে বানিয়েছেন কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবি।

‘নেইবারহুড সিজন ১’-এর সিনেমাগুলো হলো কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, আল-আমিন হোসেনের ‘তেলাপোকা’, জাহেদুল হকের ‘হুদাই মিস’, ইবনে নুর রাকিবের ‘হামাংকুলাস’, আদিল ইমামের ‘সোলমেট’, শেখ কৌরাশানীর ‘চা চাই’, মাহমুদা সুলতানার ‘লোক’, ফজলে রাব্বীর ‘ফর সেল’, ইমতিয়াজ হোসাইনের ‘অন দ্য কন্ট্রারি’ ও আবির ফেরদৌসের ‘ইশপাইট।’