Thank you for trying Sticky AMP!!

যমুনা ব্লকবাস্টার, বসুন্ধরা সিনেপ্লেক্স, ধানমন্ডি সিনে সম্ভার, টঙ্গীর বর্ষাসহ দেশের ১৬টি হলে নবাব এলএলবি ছবিটি

‘নবাব এলএলবি’ দিয়ে কাল বন্ধ হল খুলছে

গত ঈদুল ফিতরে হলে একটা নতুন ছবিই শুধু মুক্তি পেয়েছিল—এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’। পাশাপাশি ‘শাহেনশাহ’, ‘বীর’, ‘বিশ্বসুন্দরী’সহ বেশ কয়েকটি পুরোনো ছবি নতুন করে মুক্তি পায়। এরপর আর নতুন ছবির মুখ দেখেনি প্রেক্ষাগৃহ। ছবির অভাবে চালু অনেক হলই বন্ধ হয়ে গেছে। প্রায় দেড় মাস পর কাল শুক্রবার প্রেক্ষাগৃহে শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি মুক্তি পাচ্ছে।

‘নবাব এলএলবি’ ছবিতে শাহেদ আলী ও শাকিব খান

১৬ ডিসেম্বর একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রথম ছবিটি মুক্তি পায়। এ ব্যাপারে অনন্য মামুন বলেন, ‘১৫ জুন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছবিটির সেন্সর সনদ হাতে পেয়েছি। এরপর শুক্রবার ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’ এই পরিচালক জানালেন, যমুনা ব্লকবাস্টার, বসুন্ধরা সিনেপ্লেক্স, ধানমন্ডি সিনে সম্ভার, টঙ্গীর বর্ষাসহ দেশের ১৬টি হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে। তিনি বলেন, ‘এই ছবিটি মুক্তির মধ্য দিয়ে বেশ কয়েকটি বন্ধ হল খুলছে।’

‘নবাব এলএলবি’ ছবি দিয়ে বেশ কিছু সিনেমা হল খুলবে

করোনার কারণে বর্তমান সিনেমার ব্যবসায় ধস চলছে। এই সময়ে বড় বাজেটের এই ছবিটির বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়বে কি না, জানতে চাইলে পরিচালক বলেন, ‘লাভ–লোকসানের হিসাব দেখছি না এখন। আমার প্রশ্ন, যদি আগামী দুই বছর এমন অবস্থা চলে, তাহলে কি সিনেমা মুক্তি পাবে না? এমন দুরবস্থার মধ্যেও কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। মালিকদের অনুরোধ করেছিলাম হল খুলতে। কেউ কেউ সাড়া দিয়েছেন।’

পরিচালক অনন্য মামুন

অনন্য মামুন আগামী ২ জুলাই তাঁর আরেকটি নতুন ছবি ‘কসাই’ও প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান। নিয়মিত ছবি মুক্তির এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আগামী দিনে অনেক নতুন ছবিই মুক্তি দিতে আগ্রহী হবেন প্রযোজকেরা। এতে সিনেমা–সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।

‘নবাব এলএলবি’ ছবির ‘বিলিভ মি—আমি তোর হতে চাই’ গানের শুটিংয়ে শাকিব খান ও মাহিয়া মাহি

বসুন্ধরা সিনেপ্লেক্স ও ধানমন্ডি সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএলবি’। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন জানালেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে সিনেপ্লেক্স খুলেছে। তিনি বলেন, ‘আমাদের দুটি শাখাতেই “নবাব এলএলবি” প্রদর্শিত হবে। দুই মিলনায়তনে প্রতিদিন তিনটি করে শো থাকবে।’