
বাবা দিবসে প্রথমবার বাবা নাসিরউদ্দিন আহমেদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন সিয়াম আহমেদ। এই অভিনেতার জন্য এবারের বাবা দিবসটা একটু অন্য রকম। কারণ, কিছুদিন আগে তিনিও পুত্রসন্তানের বাবা হয়েছেন। বাবা হিসেবে তিনি অভিজ্ঞতা ভাগাভাগি করবেন নিজের বাবার সামনে। এ ছাড়া তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে বাবা কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, জানাবেন সেসব অজানা কথাও। নাসিরউদ্দিন আহমেদ শোনাবেন দুরন্ত সিয়ামের বেড়ে ওঠার গল্প। সিয়াম ও তাঁর বাবাকে নিয়ে বাবা দিবসের বিশেষ এই আয়োজন হবে মেরিল ক্যাফে লাইভে।
সিয়ামের বাবা নাসিরউদ্দিনের আহমেদ পেশায় অ্যাডভোকেট। তাঁর চোখে সিয়াম এখনো সেই ছোট্ট ছেলের মতোই। ছোট্ট সেই ছেলের দিনরাত পরিশ্রম করা দেখে বাবা অবাক হয়ে যান। তিনি বলেন, ‘একেবারে ছোটবেলা থেকেই সিয়াম অনেক নাদুসনুদুস, আদুরে ছেলে ছিল। আমার সেই ছেলে এখন ১৮ ঘণ্টা করে পরিশ্রম করে! অনেক চাপ নিয়ে কাজ করে। ওর মধ্যে এখন আগের সৌন্দর্যটা নেই। সেই সিয়ামের সঙ্গে সিয়াম আহমেদের কোনো মিল নেই।’
বাবা-ছেলের দীর্ঘ আড্ডায় সিয়াম বেশির ভাগ সময় ছিলেন শ্রোতার ভূমিকায়। বাবার মাধ্যমে যেন নিজের শৈশবে ফিরে গিয়েছিলেন। তাঁর বাবা বলেন, ‘আমার ছেলেটা পড়ুয়া। শৈশব থেকে নিজের মতো করে বেড়ে উঠেছে। ওকে কখনোই তেমন কিছু বলে দিতে হতো না। এসএসসি পরীক্ষার সময় সিয়াম পড়তে পড়তে কুঁজো হয়ে যাচ্ছিল। সারাক্ষণ টেবিলে বসে পড়ত। পরে আমি আর ওর মা ছেলেকে বোঝাই, সোজা হয়ে বসে পড়ো। নাহলে কুঁজো হয়ে যাবে। আজ সিয়াম যে অবস্থানে এসেছে, এটা শুধুই তাঁর পরিশ্রমের ফলে। ছোটবেলা থেকেই পরিশ্রমী হওয়ার ফল পাচ্ছে।’
মেরিল ক্যাফে লাইভ বাবা দিবসের বিশেষ আয়োজনে প্রথমবার বাবা–ছেলের আরও অজানা কথা শুনতে পারবেন দর্শক। বাবা দিবসে দুই বাবার অন্য রকম গল্প দিয়ে সাজানো অনুষ্ঠানটি। এটি আজ সন্ধ্যা ৭টায় প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।