অপু বিশ্বাস
অপু বিশ্বাস

নতুন বউ সাজে অপু, রইল ৭টি ছবি

নতুন বউয়ের সাজে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই চিত্রনায়িকা তাঁর সেসব স্থিরচিত্র পোস্ট করেছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাড়া মিলেছে এসব স্থিরচিত্রে।
ফেসবুকে বেশ সরব চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের কাজের খবর ও ভালো লাগার মুহূর্ত ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে পৌঁছে দেন অপু। আজ শুক্রবার বউয়ের সাজে একাধিক স্থিরচিত্র পোস্ট করেছেন এই চিত্রনায়িকা। জানা গেছে, চার দিন আগে এই ছবিগুলো তোলা হয়েছিল।
বউয়ের সাজে স্থিরচিত্র পোস্ট করে অপু ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘সংস্কৃতি আর ফ্যাশনের মিশেলে জাদু তৈরি হয়।’ অপু বিশ্বাসের পোস্ট করা স্থিরচিত্র বেশ সাড়া ফেলেছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ জানিয়েছেন ভালোবাসা, কেউ–বা বউ সাজার রহস্যও জানতে চেয়েছেন।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৯১ লাখের বেশি। অপুর বউ সাজে পোস্ট করা এসব স্থিরচিত্রে ২ ঘণ্টায় ১৩ হাজারের মতো রিঅ্যাকশন এসেছে। মন্তব্য হয়েছে দেড় হাজারের বেশি এবং পোস্টটি শেয়ার করেছেন ৫০ জন। ছেলে আব্রাহাম খান জয় তার চিত্রনায়িকা মায়ের পোস্টটি শেয়ার করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছে।
ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের কেউ লিখেছেন, ‘তুমি সেই, যাকে দেখলেই মন ভালো হয়ে যায়, হৃদয়ের গহিনে রয়েছ তুমি।’ আফনান আহনাফ নামের একজন লিখেছেন, ‘স্বপ্নের নায়িকা তুমি’। পূজা দাশ নামের একজন লিখেছেন, ‘বাংলাদেশের মধ্যে আমার প্রিয় নায়িকা।’
বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই অপু বিশ্বাস। তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন। পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন অপু বিশ্বাস।
দুই দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবিটি দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এই ছবি মুক্তি পায়। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ ছবিতে। এই ছবিতে তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে।
‘কোটি টাকার কাবিন’ দিয়ে শাকিব খানের সঙ্গে পর্দাযাত্রা শুরু হয়ে তা চলে দীর্ঘ এক যুগের মতো। এই সময়ে শাকিব–অপু জুটি ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেন। এই দুই তারকার সর্বশেষ মুক্তি পাওয়া ছবির নাম ‘পাঙ্কু জামাই’। ২০২৪ সালে অপু বিশ্বাস অভিনীত মুক্তি পাওয়া ছবিটি হচ্ছে বন্ধন বিশ্বাস পারিচালিত ‘ছায়াবৃক্ষ’। সে বছরের ভালোবাসা দিবসে মুক্তির পর ছবিটির কারণে নতুন করে আলোচনায় আসেন অপু।