দীর্ঘ বিরতির পর একসঙ্গে কাজ করেছেন শাকিব খান ও জয়া আহসান। তাঁদের অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ পবিত্র ঈদুল আজহায় মুক্তির পর আলোচনায় রয়েছে। সিনেমাটি মুক্তির আগের সংবাদ সম্মেলনে শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছিলেন জয়া। এবার পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারেও ঢাকাই ছবির এই তারকার প্রশংসা করলেন অভিনেত্রী।
কলকাতায় জয়া এখন ব্যস্ত কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধঙ্গিনী’ সিনেমার সিকুয়েলের শুটিংয়ে। এদিকে গতকাল মঙ্গলবার অভিনেত্রী জানিয়েছেন তাঁর নতুন ছবি ‘ডিয়ার মা’ মুক্তির খবর। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমাটি আগামী ১৮ জুলাই মুক্তি পাবে।
আনন্দবাজারের সঙ্গে সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন জয়। ‘বাংলাদেশে কি শুধুই শাকিব খানের শাসন? তাঁর প্রভাবে ঢালিউডের বিনোদনদুনিয়া অনেকটাই আচ্ছন্ন...,’ এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘শাকিব নিজেই উন্নতি করেছেন। অসংখ্য অনুরাগী। তাঁরা শাকিবকে মন থেকে ভালোবাসেন। দেখুন, জীবনে ঝঞ্ঝাট–ঝামেলা থাকবেই। এগুলোর উত্তর না দিয়ে শাকিব নিজের কাজ দিয়ে সবকিছুর জবাব দেন। আমি নিজে সেটা দেখেছি। তিনিও আমার মতো কর্মে বিশ্বাসী। এই জায়গায় আমি তাঁকে শ্রদ্ধা করি।’
সাক্ষাৎকারে জয়া কথা বলেন পুরুষতান্ত্রিক সিনেমা ইন্ডাস্ট্রি নিয়েও। জয়া বলেন, ‘এটা ঠিক (সিনেমা ইন্ডাস্ট্রি পুরুষশাসিত)। এটাই আমাদের সমাজব্যবস্থা। তার প্রভাব ইন্ডাস্ট্রিতেও পড়ে। আরও একটা কথা বলি, আমরা যাকে পিতৃতান্ত্রিক সমাজ বলি, সেই সমাজকে কিন্তু অনেক নারীও সমর্থন করেন। তাঁরা পুরুষের চোখ দিয়ে সমাজকে দেখেন। এটা আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ—যেখানেই যান, দেখতে পাবেন। যদিও এই সমাজব্যবস্থা কাম্য নয়। আমরা আমাদের কাজের মাধ্যমে যতটা এ বিষয়ে সরব হওয়া যায়, চেষ্টা করি।’