‘উৎসব’ সিনেমার পোস্টার
‘উৎসব’ সিনেমার পোস্টার

উত্তর আমেরিকায় রেকর্ড, কত আয় করল ‘উৎসব’

‘উৎসব’ মুক্তির ২২তম দিন চলছে। অনেক সিনেমার দর্শকসংখ্যা কমলেও ব্যতিক্রম তানিম নূরের ‘উৎসব’। তৃতীয় সপ্তাহে এসেও বেশির ভাগ শো হাউসফুল। দেশের মতোই ‘উৎসব’ চলছে বিদেশের মাটিতে। ২০ জুন দেশের বাইরে মুক্তি পেয়ে সিনেমাটি রেকর্ড করছে। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা ঢালিউড সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এটি।

‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে জাহিদ হাসান, আফসানা মিমি, সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতি

‘উৎসব’–এর উত্তর আমেরিকার আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর স্বত্বাধিকারী অলিউল্লাহ সজীব এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, প্রথম সপ্তাহ শেষে ‘উৎসব’–এর মোট আয় ৯৩ হাজার ডলার। সিনেমাটি পেছনে ফেলেছে এর আগের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ‘প্রিয়তমা’ সিনেমাকে।
এর আগে গতকাল শুক্রবার সিনেমার নির্মাতা তানিম নূর প্রথম আলোকে জানান, ২০ দিনে দেশের মাল্টিপ্লেক্সে ‘উৎসব’ সিনেমার টিকিট বিক্রি ছাড়িয়েছে তিন কোটি টাকা।
পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পায় তানিম নূরের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর দেখা গেল, কথাটা একেবারে মিথ্যা নয়। এবারের ঈদে ‘উৎসব’ হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।