পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পায় তানিম নূরের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর দেখা গেল কথাটা একেবারে মিথ্যা নয়। এবারের ঈদে ‘উৎসব’ হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। মুক্তির ১৮ দিনের মাথায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘উৎসব’-এর টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে আড়াই কোটি টাকা। দেশের গণ্ডি পেরিয়ে উত্তর আমেরিকাতেও ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। সেখানে ‘উৎসব’ গড়েছে নতুন রেকর্ড—ঢালিউড সিনেমার সর্বোচ্চ ওপেনিংয়ের তালিকায় এখন ৩ নম্বরে রয়েছে ছবিটি।
তানিম নূর প্রথম আলোকে বলেন, ‘১৬ দিনেই মাল্টিপ্লেক্সে দুই কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে। আজ ১৯তম দিনেও ভালো সাড়া পাচ্ছি। হল থেকে ফিরে দর্শকেরা ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন, যার ফলে টিকিট বিক্রি আরও বেড়েছে। সবচেয়ে বড় কথা, অনেকেই একাধিকবার দেখছেন, কেউ একা দেখার পর পরেরবার পরিবারের সদস্যদের নিয়ে আসছেন। ২০ তারিখ থেকে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে ছবিটি মুক্তি পেয়েছে, সেখান থেকেও ভালো সাড়া পাচ্ছি।’
‘উৎসব’-এর উত্তর আমেরিকার আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর স্বত্বাধিকারী অলিউল্লাহ সজীব এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, প্রথম ৩ দিনে ‘উৎসব’–এর আয় ৫৩ হাজার ডলার। এটি উত্তর আমেরিকায় বাংলাদেশের সিনেমার মধ্যে এখন পর্যন্ত সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়। এ মুহূর্তে ডোমেস্টিক (ইউএসএ+কানাডা) টপচার্টের ২১ নম্বরে অবস্থান করছে সিনেমাটি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘‘উৎসব’’-এর এ সাফল্য অবিশ্বাস্য! কারণ, সিনেমাটি কানাডা ও আমেরিকার মাত্র ৩৬টি থিয়েটারে মুক্তি পেয়েছে, যার মধ্যে আমাদের নিয়মিত টপ গ্রসার লোকেশন ভ্যানকুভার, ডেট্রয়েট (মিশিগান), ফিলাডেলফিয়া, ক্যালগেরি, লস অ্যাঞ্জেলেস নেই। নেই মানে পাওয়া যায়নি! আবার ২০ জুন রিলিজ হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় হলিউড, ইন্ডিয়ান বিশাল সব সিনেমার প্রেশারে খুবই কম শো-টাইম পেয়েছে। এমন বেশ কিছু থিয়েটার ছিল যেখানে প্রতিদিন একটি করে শো, সেটাও ছিল আবার সকালে, দুপুরে বা রাতে। এত কিছুর পরও এ আয় প্রমাণ করে কী অধিক পরিমাণ মানুষ কানাডা ও আমেরিকায় ‘‘উৎসব’’দেখতে আগ্রহী হয়েছেন!’
সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।