কাজের বাইরে বিভিন্ন সময়ে তারকারা ফ্রেমবন্দী হয়েছিলেন। আশি ও নব্বই দশক-পরবর্তী সেই ছবিগুলো এখন ভক্তদের জন্য চমক। ছবিগুলোর সেসব মুহূর্ত যেন সেই অতীতে নিয়ে যায়। মনে করিয়ে দেয় সোনালি দিনের সিনেমার কথা। তারকাদের তেমন কিছু ছবি বিভিন্ন সময় ফেসবুকে প্রকাশিত হয়েছে। সেই ছবিগুলো একনজরে দেখে নিতে পারেন।
